Thank you for trying Sticky AMP!!

মাশরাফির ভাগ্যেই প্রেরণা খুঁজছেন মাহমুদউল্লাহ

>
গত বিপিএলে মাশরাফির ভাগ্যেই প্রেরণা খুঁজছেন মাহমুদউল্লাহ। ফাইল ছবি

গত বিপিএলে প্রথম ম্যাচ হেরেও রংপুর রাইডার্সকে শিরোপা জিতিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। মাহমুদউল্লাহ কাল হেরে অতীতেই প্রেরণা খুঁজছেন।

মাহমুদউল্লাহও দেখি ডেভিড ওয়ার্নারের মতো হেরে হাসছেন! বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ, এখনো চাপটা সেভাবে জেঁকে বসেনি। প্রথম ম্যাচে হারলেও তাই খুব একটা গায়ে মাখছেন না। ফুরফুরে মেজাজেই দেখা যাচ্ছে অধিনায়কদের। শুরুতে হারলেই যে পরে দুর্দান্ত কিছু করা যাবে না সেটির উদাহরণ তো গত বার মাশরাফির রংপুর রাইডার্সই তৈরি করেছে।
রংপুরের কাছে হেরে টুর্নামেন্ট শুরু মাহমুদউল্লাহ তাই হাসতে হাসতে উদাহরণ হিসেবে টানলেন মাশরাফিকেই, ‘আসার সময় (সংবাদ সম্মেলনে) বলছিলেন মাশরাফি ভাই আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাদের শুরু হয় কিন্তু হার দিয়ে। আমারও (কাল) হারলাম, দেখা যাক কী হয়।’ তবে খুলনা টাইটানসের অধিনায়ক মনে করেন, ভালো কিছু করতে তাঁর দলকে আরও আক্রমণাত্মক হতে হবে, ‘প্রতি ম্যাচই চ্যালেঞ্জিং হবে। প্রতিটা দলই ভালো। নির্ভর করে আমরা নিজেদের কীভাবে কাজে লাগাচ্ছি। আমার মনে হয় আমাদের আগ্রাসী ভাবটা আরও বাড়ানো উচিত দল হিসেবে। চেষ্টা করব ওই মানসিকতা নিয়ে পরের ম্যাচে যেন মাঠে নামতে পারি।’
নিজেদের দলের ব্যাটিংটা তাঁকে আশাবাদী করে তুলছে, ‘ব্যাটিংয়ে প্রথম দুই বছর আমরা স্ট্রাগল করেছিলাম। আমাদের ওপেনিং কখনোই খুব একটা ভালো হয়নি। এ বছর শুরুতেই আমরা ব্যাটিংয়ে ভালো একটা স্টার্ট পেলাম। জুনায়েদ আর স্টারলিং খুব ভালো ব্যাটিং করেছে।’
তবে মাঝের ওভারগুলি নিয়ে চিন্তাটা মাহমুদউল্লাহর থেকেই যাচ্ছে। এই জায়গাতে উন্নতির প্রত্যাশা তাঁর, ‘মাঝের ওভারগুলিতে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। ওই সময় যতটা বাউন্ডারির প্রয়োজন ছিল, হয়নি। এর বাইরে কিছু ডট বল হয়েছে। এই জায়গাতে আমাদের কাজ করতে হবে। দেখতে হবে এখানে কীভাবে আরও ভালো করা যায়।’