Thank you for trying Sticky AMP!!

এক সেঞ্চুরিতে অনেক রেকর্ডে নাম লেখালেন নাজমুল হোসেন।

রেকর্ড বইয়ের যেসব পাতায় নাজমুল

পাল্লেকেলে টেস্টের প্রথম দিনে তৃতীয় ওভারেই ব্যাটিংয়ে নেমেছিলেন। এরপর প্রথম দিনের পুরোটা সময় ব্যাটিং করে নাজমুল হোসেন অপরাজিত থাকেন ১২৬ রানে। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনের কঠিন সময়টাও উইকেটে তাঁবু গেঁড়ে কাটান নাজমুল। দিনের দ্বিতীয় সেশনে এসে লঙ্কান ফাস্ট বোলার লাহিরু কুমারার বলে ফিরতি ক্যাচ দিয়ে থামে নাজমুলের ম্যারাথন ইনিংস। তাঁর নামের পাশে তখন ৩৭৮ বলে ১৬৩ রানের ঝলমলে ইনিংস।

নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির পথে নাজমুল জায়গা করে নিয়েছেন রেকর্ড বইয়ের বাংলাদেশ অধ্যায়ের কিছু পাতায়। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির ইনিংসে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডে আমিনুল ইসলামের পরই এখন নাজমুলের নাম। আমিনুল ৩৮০ বলে ১৪৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে। নাজমুল খেলেছেন ৩৭৮ বল।

১৬৩ রানের ইনিংস খেলেছেন নাজমুল।

বাংলাদেশিদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ বল খেলার রেকর্ডেও শীর্ষ পাঁচে উঠে এসেছেন নাজমুল। জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রান করতে ৪২১ বল খেলা মুশফিকুর রহিম আছেন এই তালিকায় শীর্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে আশরাফুল তাঁর ক্যারিয়ার-সেরা ১৯০ রান করেছেন ৪১৭ বল খেলে। ভারতের বিপক্ষে আমিনুল ১৪৫ রান করেছেন ৩৮০ বলে। নাজমুলের ৩৭৮ বলের ইনিংসটির অবস্থান আমিনুলের ইনিংসের পরই। পাকিস্তানের বিপক্ষে জাভেদ ওমরের ৩৫৭ বলের ইনিংস আছে এই তালিকায়। জিম্বাবুয়ে বিপক্ষে শাহরিয়ার নাফীস খেলেছিলেন ৩৫৫ বল। টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের ৩৫০ বলের ইনিংস এই সাতটিই।

বাংলাদেশিদের মধ্যে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির ইনিংসকে বেশি দূর টেনে নেওয়ার রেকর্ডেও এখন নাজমুলের নাম যোগ হয়েছে। মুমিনুল হক ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রান করেছিলেন। সেটিই ছিল তাঁর প্রথম সেঞ্চুরি। নাজমুলের ১৬৩ রান আছে এই তালিকার দুইয়ে। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকারের ১৪৯ রানের দুর্দান্ত ইনিংসটি আছে তৃতীয়তে।

জুটির নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ।

জুটির রেকর্ডেও নাম লিখিয়েছেন নাজমুল। তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এখন আজকের ইনিংসে গড়া নাজমুল ও মুমিনুলের ২৪২ রান। ২০১৮ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই ২৩৬ রানের জুটি গড়েন মুমিনুল ও মুশফিক।

শ্রীলঙ্কার মাটিতেও দ্বিতীয় সেরা মুমিনুল-নাজমুলের জুটি। তৃতীয় উইকেট জুটিতে সফরকারী দলের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২৬২ রানের জুটি গড়ার রেকর্ড নিউজিল্যান্ডের রস টেলর ও কেন উইলিয়ামসনের। এরপরই আছে নাজমুল ও মুমিনুলের ২৪২ রানের জুটি। ২০১৫ সালে পাকিস্তানের ইউনুস খান ও শান মাসুদও ২৪২ রানের জুটি গড়েন।

জুটি বেঁধে বল খেলার রেকর্ডেও এই দুই বাঁহাতি জায়গা পাকা করে নিয়েছেন। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আশরাফুল-মুশফিক জুটি ৫১৮ বল খেলে। যেকোনো জুটিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডে এই জুটিই শীর্ষে। তার পরই আছেই শ্রীলঙ্কার বিপক্ষে নাজমুল-মুমিনুলের ৫১৪ বলের জুটি। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়ের বিপক্ষে জাভেদ ওমর-নাফিস ইকবাল মিলে খেলেছিলেন ৪৯৮ বল।