>লকডাউনের মধ্যেই ইসলামাবাদে সাইকেল চালিয়ে সমালোচনার মুখে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার
সিনে তারকা থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের অ্যাথলেট—যে যাঁর মতো করেই এখন নিজ নিজ দেশের জনগণকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। নিজের জন্য, পরিবারের জন্য, দেশের মানুষের জন্য ঘরের বাইরে বের না হওয়ার আকুতি জানাচ্ছেন তাঁরা। কিন্তু শোয়েব আখতার করলেন উল্টোটা। বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন ইসলামাবাদের রাস্তায়। সেটির ভিডিও আবার ঘরে বন্দী থাকার এই সময়ে পোস্ট করলেন ফেসবুক–ইনস্টাগ্রামে। আর এই নিয়েই সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার।
করোনা থেকে জনগণ এবং দেশকে বাঁচাতে অন্যান্য দেশের মতো পাকিস্তানেও চলছে লকডাউন। যেটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে দেশটিতে। কিন্তু এই লকডাউনের মধ্যে যেখানে তাঁর ঘরের মধ্যে থাকার কথা, সেখানে সেলিব্রিটি হয়েও দিব্যি রাজপথে সাইকেল চালিয়ে বেড়াচ্ছেন। সে সাইকেল চালানোর একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শোয়েব লিখেছেন, ‘আমার সুন্দর শহরে সাইকেল চালাচ্ছি। চমৎকার আবহাওয়া। ফাঁকা রাস্তা। ব্যায়ামটাও ভালো হলো।’
কিন্তু এই পোস্টটা সবাইকে খুশি করতে পারেনি। পারবেই–বা কী করে! সাইকেল নিয়ে বেরিয়ে শোয়েব যে লকডাউন ভেঙেছেন। ওই ভিডিও দেখে একজন মন্তব্য করেছেন, ‘ভুল সময়ে বাইরে বেরিয়েছেন। আপনাকে দেখে অনেকেই আপনার মতো করার চেষ্টা করবে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।’
আরেকজন তো ক্ষোভ উগরে দিয়েছেন। লিখেছেন, ‘বিশ্বের সব সেলিব্রিটিরা যখন জনগণকে করোনাভাইরাস নিয়ে সচেতন করার চেষ্টা করছেন, তখন আমরা এখানে আমাদের আদর্শকে দেখছি লকডাউন ভেঙে নিবোর্ধের মতো কাজ করতে। সেটির ভিডিও আবার দেখাচ্ছেন জনগণকে।’ আরেকজন লিখেছেন, ‘বোলার হিসেবে আমি আপনার ভক্ত হলেও আপনার লক্ষ্যহীন এই ঘুরে বেড়ানো আমার ভালো লাগছে না।’
সমথর্কেদের এই উদ্বেগ, সমালোচনা শুনছেন তো শোয়েব!