Thank you for trying Sticky AMP!!

লারা-টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কোহলি

ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ছবি: এএফপি
>ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল ফিফটি তুলে নেন বিরাট কোহলি। ৭২ রানের ইনিংসটি খেলার সময় দারুণ এক রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক

মাইলফলক যেন তাঁর পিছু ছোটে! মাঠে নামলেই টুপটাপ খসে পড়ে নানা রেকর্ড। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন গড়লেন নতুন এক কীর্তি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রানের রেকর্ড এখন বিরাট কোহলির।

কাল ভারতের কাছে হারে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এ ম্যাচে মাঠে নামার আগে মাইলফলকটি গড়তে ৩৭ রান দরকার ছিল কোহলির। আগে ব্যাটিং করা ভারতের ইনিংসে ২৫তম ওভারে সিঙ্গেল নিয়ে রেকর্ডটি গড়েন তিনি। তিন সংস্করণ মিলিয়ে ক্যারিয়ারের ৪১৭তম ইনিংসে এসে ২০ হাজার রানের মাইলফলকের দেখা পেলেন কোহলি। এর আগে যুগ্মভাবে রেকর্ডটির মালিক ছিলেন শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা। দুজনেই নিজেদের ৪৫৩তম ইনিংসে এসে ২০ হাজার রানের দেখা পেয়েছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ২০ হাজার রানের দেখা পাওয়া ১২তম ব্যাটসম্যান কোহলি। ভারতে শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মাইলফলকটির দেখা পেলেন দলটির বর্তমান এ অধিনায়ক। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮২ বলে ৭২ রানের ইনিংস খেলেন কোহলি। ক্রিকেট বিশ্বকাপে এটি তাঁর টানা চতুর্থ ফিফটি। বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় অধিনায়ক হিসেবে টানা চার ফিফটির দেখা পেলেন তিনি। এর আগে একই মাইলফলকের দেখা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (২০০৭) ও অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (২০১৯)।