শূন্য হাতে ফিরলেন লিটন

দুই অধিনায়ক।
ছবি: টুইটার

তামিম ইকবাল গত ম্যাচ শেষে বলেছেন, আজও টস করতে এসে বললেন, ব্যাটিং বাংলাদেশের জন্য গর্বের জায়গা। সেটা প্রমাণ করার সুযোগ এসেছে আবার। আজ ক্রাইস্টচার্চেও প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ভরাডুবির পর আজও সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

শুরুতেই ধাক্কা খেয়েছে দল। প্রথম ওভারে দারুণ এক চারে শুরু করেছিলেন তামিম। পরের ওভারেই এসেছে ধাক্কা। ম্যাট হেনরিকে পুল করতে গিয়ে চতুর্থ বলেই আউট লিটন দাস। ৪ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ।

টসে ভাগ্যকে সঙ্গী পাচ্ছেন না তামিম।

চোটের কারণে এ ম্যাচে নেই পেসার হাসান মাহমুদ, তার জায়গায় দলে এসেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। নিউজিল্যান্ড দলে কোনো পরিবর্তন নেই।

বাংলাদেশ
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড
মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, টম ল্যাথাম (অ, উ), উইল ইয়াং, জেমস নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট।