আফগািস্তানের বিপক্ষে ব্যাটে–বলে সবার চেয়ে এগিয়ে তামিম ও সাকিব
আফগািস্তানের বিপক্ষে ব্যাটে–বলে সবার চেয়ে এগিয়ে তামিম ও সাকিব

সাকিব–তামিমের ‘এগিয়ে থাকা’ আফগানিস্তানের বিপক্ষে বড় শক্তি

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের ঠিক ‘ফেবারিট’ বলার সুযোগ নেই বাংলাদেশের। ৫০ ওভারের ক্রিকেটে জয়ের পাল্লা ভারি স্বাগতিকদের দিকে। এখনো পর্যন্ত ৮টি ম্যাচে বাংলাদেশ জিতেছে পাঁচবার, আফগানিস্তান তিনবার। সর্বশেষ দুই ম্যাচেও জয়ী বাংলাদেশ। তবু নিজেদের ফেবারিট বলার সুযোগ কি আছে সাকিব-তামিমদের?

ব্যক্তিগত পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। দুই দলের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান তামিম ইকবালের। সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের। এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত ৫০ ওভারের খেলায় এখন পর্যন্ত একমাত্র শতক তামিমের, একমাত্র ৫ উইকেট শিকারও সাকিবেরই। এ দুজনই আগামীকাল শুরু হওয়া ওয়ানডে সিরিজে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলেছেন তামিম। পাঁচ ইনিংসে তাঁর রান ২৭৩। গড় ৫৪.৬৪। সর্বোচ্চ ১১৮ রানের ঝকঝকে এক ইনিংস। ৭ ম্যাচ খেলে তাঁর কাঁধে নিশ্বাস ফেলছেন মাহমুদউল্লাহ। তাঁর সংগ্রহ ২৭০। রান সংগ্রহে পরের দুটি স্থানেও বাংলাদেশ—মুশফিকুর রহিম (২৬৬) ও সাকিব আল হাসান (২২৮)। আফগানদের মধ্যে সর্বোচ্চ রান হাশমতউল্লাহ শহীদি ও সামিউল্লাহ শিনওয়ারি। দুজনেরই রান ২২৬।

আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রান তামিমের, সেঞ্চুরি করেছিলেন ২০১৬ সালে

আফগানদের বিপক্ষে তামিমের শতকটি এসেছিল ২০১৬ সালের ১ অক্টোবর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তামিম খেলেছিলেন সে ইনিংস। ১১৮ বলে ১১ বাউন্ডারি ও ২ ছক্কায় সাজানো ছিল তামিমের সেই শতক। তাঁর একমাত্র ৫০–এর ইনিংসটিও শতক হতে পারত। ফিরেছিলেন ৮০ রানে। সেটিও মিরপুরেই। ৯৮ বলে ৮০ রান করেছিলেন ২০১৬ সালের সে সিরিজেরই প্রথম ম্যাচে।

তামিম যখন ব্যাটে সেরা, বল হাতে তেমনি সবার ওপরে সাকিব আল হাসানই। আফগানিস্তানের বিপক্ষে ৭টি ওয়ানডে খেলে উইকেট পেয়েছেন ১৮টি। উইকেট সংগ্রহে তিনি আফগানিস্তানের দুই বড় তারকা মোহাম্মদ নবী ও রশিদ খানকে পেছনে ফেলেছেন বড় ব্যবধানে। নবীর উইকেট ৮ ম্যাচে ১২টি, রশিদের ৬ ম্যাচে ১০টি।

২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেট পেয়েছিলেন সাকিব।

উইকেট সংগ্রহে বাংলাদেশিদের মধ্যে সাকিবের পরের অবস্থানে আছেন মাশরাফি বিন মুর্তজা, ৮ ম্যাচে তিনি তুলে নিয়েছেন ৯ উইকেট। তাসকিন আহমেদ ৪ ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। বোলিংয়ে আফগানদের আরেক বড় অস্ত্র অফ স্পিনার মুজিব উর রেহমান ৩ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট।

ব্যাটে-বলে তাহলে স্বস্তিদায়ক এক পরিসংখ্যান নিয়েই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নতুন এক লড়াইয়ে নামছে বাংলাদেশ!