Thank you for trying Sticky AMP!!

ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের কাছে রান চান তাদের কোচ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অর্জনের কিছুই ছিল না। দুই ম্যাচই বাংলাদেশ জিতেছে সব বিভাগে এগিয়ে থেকে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের গল্পটা ঠিক এর উল্টো। তবু শূন্য হাতে ওয়ানডে সিরিজ শেষ করতে চাইবে না সফরকারী দল। ঢাকায় প্রথম দুই ম্যাচ হেরে আইসিসি ওয়ানডে সুপার লিগের ২০ পয়েন্ট হারিয়েছে ক্যারিবীয়রা। চট্টগ্রামে জিতে অন্তত ১০ পয়েন্ট পেতে চায় ফিল সিমন্সের দল।

আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে এবং প্রথম টেস্টের জন্য চট্টগ্রামে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে পৌঁছে তরুণ দলটিকে ১০ পয়েন্টের জন্য লড়ার তাগিদ দিলেন কোচ সিমন্স, ‘আমরা এখানে ৩০ পয়েন্টের জন্য এসেছি। কিন্তু আমাদের এখনো ১০ পয়েন্ট নেওয়ার সুযোগ আছে। সেই প্রতিযোগিতাই আমরা করব।’

এটা পেতে হলে ব্যাটিংয়ে বড় উন্নতি করতে হবে ওয়েস্ট ইন্ডিজ দলকে। ঢাকায় দুই ম্যাচে একবারও ওয়েস্ট ইন্ডিজের রান দেড় শ ছাড়ায়নি। চট্টগ্রামে আরও কিছু রান করতে পারলে বোলাররা বাংলাদেশি ব্যাটসম্যানদের বেঁধে ফেলতে পারবেন, এমন আশা সিমন্সের, ‘উন্নতি দরকার আমাদের। প্রথম ম্যাচে ১২২ থেকে দ্বিতীয় ম্যাচে আমরা ১৪৮-এ এসেছি। আমাদের এখন ২৩০ থেকে ২৫০ রান করতে হবে। তাহলেই প্রতিদ্বন্দ্বিতা হবে। বোলাররা লড়াইয়ের সুযোগ পাবে। তবে ১০ পয়েন্টই মূল লক্ষ্য।’

ওয়ানডের দুর্দশার আড়ালে দুই সপ্তাহ ধরে নিজেদের প্রস্তুত করছে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল। ওয়ানডের তুলনায় টেস্ট দল কাগজে-কলমে শক্তিশালী। টেস্টের মূল বোলিং আক্রমণ নিয়েই বাংলাদেশে এসেছে ক্যারিবীয়রা। ৩ ফেব্রুয়ারির প্রথম টেস্টের আগে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টেস্ট দলের ক্রিকেটারদের দেখার অপেক্ষায় আছেন সিমন্স, ‘ওয়ানডে দলের সঙ্গে পাঁচজন আছে, যারা টেস্ট দলেও আছে। এ ছাড়া বাকি দশজন কঠোর পরিশ্রম করে যাচ্ছে। প্রস্তুতি ম্যাচ দেখে বুঝতে হবে তারা কোন অবস্থায় আছে।’