Thank you for trying Sticky AMP!!

ভারতের অধিনায়ক বিরাট কোহলি

হরভজনের টি–টোয়েন্টি দলে আছেন রোহিত, নেই কোহলি

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির। ২৯টি ফিফটিসহ তিনি ক্রিকেটের এ সংস্করণে রান করেছেন ৩২২৭। টি–টোয়েন্টির মতো ছোট একটি সংস্করণেও তাঁর গড় ঈর্ষণীয়, ৫২.০৪। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে রোহিত শর্মার রান কোহলির চেয়ে ২৪৫ কম। গড়ের হিসাবে তো কোহলির অনেক পেছনে রোহিত। ১১৫ ম্যাচ খেলে ৩২.৪১ গড়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ২৯৮২ রান করেছেন তিনি।
তবে হরভজন সিং তাঁর সর্বকালের সেরা টি–টোয়েন্টি একাদশ নির্বাচন করতে গিয়ে রাখেননি ভারতের অধিনায়ক কোহলিকে। তবে তাঁর একাদশে আছেন রোহিত। তবে কেন তিনি একাদশে কোহলিকে না রেখে রোহিতকে রেখেছেন, সে ব্যাখ্যা দেননি হরভজন।

হরভজন সিংয়ের সর্বকালের সেরা টি–টোয়েন্টি একাদশে আছেন রোহিত

হরভজনের সর্বকালের সেরা টি–টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের চারজন। আর কোনো দল থেকে এত বেশি খেলোয়াড় জায়গা পাননি হরভজনের টি–টোয়েন্টি একাদশে। হরভজনের দলে জায়গা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের চার ক্রিকেটার—ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড ও সুনীল নারাইন। চারজনই বছরজুড়ে বিভিন্ন দেশের ঘরোয়া টি–টোয়েন্টি লিগে খেলে বেড়ান।

ভারত থেকে রোহিত ছাড়া হরভজনের একাদশে আছেন মহেন্দ্র সিং ধোনি ও জশপ্রীত বুমরা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা দল থেকে আছেন একজন করে। ইংল্যান্ড দল থেকে অনুমিতভাবেই হরভজনের দলে আছেন জস বাটলার। অস্ট্রেলিয়া থেকে শেন ওয়াটসন, দক্ষিণ আফ্রিকা থেকে এবি ডি ভিলিয়ার্স আর শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।

ভারতের সাবেক স্পিনার হরভজন সিং

হরভজনের দলে উইকেটকিপার হয়ে গেছেন দুজন—ধোনি ও বাটলার। কিন্তু উইকেটের পেছনে ধোনিই বেশি পছন্দ হরভজনের। আর নেতৃত্বে কে থাকবেন? সেটা যে ধোনি, তা না বললেও চলে। হরভজন এ নিয়ে বলেছেন, ‘এম এস ধোনি শুধু অধিনায়কত্বই করবে না, সে উইকেটকিপারও। আমার হাতে কিপার হিসেবে জস বাটলারও আছে। কিন্তু আমি চাইব এম এস ধোনিই কিপিং করুক।’