Thank you for trying Sticky AMP!!

খুবই টেনশনে ছিলেন নাজমুল হাসান

হার্ট অ্যাটাকের ভয়ে খেলা দেখেননি বিসিবি সভাপতি

আইসিসির সভাপতি গ্রেগ বার্কলের সংবাদ সম্মেলন তখন শেষ। তাঁকে নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান ও বোর্ড কর্তাদের বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু সাংবাদিকদের অনুরোধে এ সময় কিছু কথা বলতেই হলো নাজমুল হাসানকে। ঢাকা টেস্টের প্রথম দিন এত ভালো খেললেন মুশফিকুর রহিম আর লিটন দাস। ২৪ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর তাঁদের দুজনের অপরাজিত শতকেই দিন শেষে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে ২৭৭ রান। এমন একটা দিনের শেষে বিসিবি সভাপতি কিছু বলবেন না!

Also Read: ৪০ মিনিট না যেতেই ৫ উইকেট নেই বাংলাদেশের

নাজমুল প্রথমে কিছু বলতেই চাইলেন না। উল্টো মজা করলেন সাংবাদিকদের সঙ্গে, ‘আগে তো কার্ডিওলজিস্টের কাছে যাই, এরপর কথা বলব।’ সঙ্গে সঙ্গে হাসির রোল উঠল সবার মধ্যে। নাজমুল বললেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে ছিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, “খেলার কী অবস্থা?” উত্তরে আমি বলেছি, আপা, আমার সাহস নেই দেখার। আমি মাঠে না যাওয়া পর্যন্ত খেলা দেখছি না। মাঠে এসে লিফটের সামনে দাঁড়িয়ে অবাক। মুশফিক আর লিটন যেভাবে খেলছে, তাতে সব কৃতিত্ব ওদের প্রাপ্য।’

ষষ্ঠ উইকেট জুটিতে ধ্রুপদি ব্যাটিং মুমিনুল–মুশফিকের

আইসিসি সভাপতিকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদও জানিয়েছেন নাজমুল হাসান। গতকাল তিনি ঢাকায় আসেন। পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও সফর করেন। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, ঘুরে এসেছেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামও। আগামীকাল তাঁর কলকাতায় চলে যাওয়ার কথা। সেখানে আইপিএল প্লে–অফের দুটি ম্যাচ মাঠে বসে দেখবেন তিনি। কলকাতা সফরে বার্কলের সফরসঙ্গী হবেন বিসিবি সভাপতি।

Also Read: মুশফিক–লিটন অপরাজিত, বাংলাদেশ দিন শেষে ২৭৭

বার্কলেকে ধন্যবাদ জানিয়ে নাজমুল বলেছেন, ‘আমি আসলে বাংলাদেশ ক্রিকেট ও দেশের পক্ষ থেকে আইসিসি সভাপতিকে বাংলাদেশে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সময় কম হলেও আমরা অনেক ব্যাপারে কথা বলতে পেরেছি, আমরা কী কী করছি, কী করতে চাই, সেটা জানাতে পেরেছি। বাংলাদেশে এটা তাঁর প্রথম সফর। তাঁর এখন বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে ভালো ধারণা আছে। আমার মনে হয়, এটা আমাদের অনেক সাহায্য করবে।’