Thank you for trying Sticky AMP!!

হাসনাইনের হ্যাটট্রিকে উঠে এল অলকের কীর্তিও

পাকিস্তান ক্রিকেটে অল্প বয়সেই সাড়া ফেলেছেন হাসনাইন। ছবি: এএফপি

ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমেই অনন্য কীর্তি গড়লেন মোহাম্মদ হাসনাইন। লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন ১৯ বছর বয়সী এ পেসার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন হাসনাইন। তবে এমন কীর্তির পরেও হাসনাইনের খুব বেশি খুশি হওয়ার সুযোগ নেই। কারণ দল জিততে পারেনি। ৬৪ রানে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল পাকিস্তান।

১৬তম ওভারের শেষ বলে রাজাপাকসাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হাসনাইন। নিজের পরের ওভারের প্রথম দুই বলে তুলে নেন দাসুন শানাকা ও শেহান জয়াসুরিয়াকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নবম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন হাসনাইন। এ সংস্করণে এর আগে পাকিস্তানের হয়ে হ্যাটট্রিক করেছিলেন ফাহিম আশরাফ। হাসনাইন তা করলেন ১৯ বছর ১৮৩ দিন বয়সে। এ সংস্করণে হ্যাটট্রিক করা সর্বকনিষ্ঠ বোলার এখন হাসনাইন। তবে সব সংস্করণ মিলিয়ে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ বোলার।

>

লাহোরে কাল শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬৪ রানে হেরেছে পাকিস্তান। হ্যাটট্রিক করে অনন্য এক কীর্তি গড়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ হাসনাইন

১৯৯১ সালে শারজায় ভারতের বিপক্ষে ১৯ বছর ৮১ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানের আকিব জাভেদ। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড সাবেক এ পেসারের। কম বয়সী বোলারদের হ্যাটট্রিকের এ তালিকায় একটি জায়গায় বাংলাদেশের নামও রয়েছে শীর্ষে। টেস্টে সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ডটি বাংলাদেশের অলক কাপালির। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে ১৯ বছর ২৪০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন কাপালি।

আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৫ রান তুলেছিল শ্রীলঙ্কা। ৩৮ বলে ৫৭ রান করেন দানুস্কা গুনাতিলকা। তাড়া করতে নেমে ১০১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নেন নুয়ান প্রদীপ ও ইসুরু উদানা। কাল লাহোরে সিরিজের দ্বিতীয় ম্যাচ।