Thank you for trying Sticky AMP!!

হেরোইন নেওয়া মাদুশঙ্কার পক্ষে দাঁড়ালেন মালিঙ্গা

দুঃসময়ে মালিঙ্গার সাহায্য পাচ্ছেন মাদুশংকা। ফাইল ছবি

অভিষেকটা ছিল দুর্দান্ত। বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সুযোগ পেয়েই হ্যাটট্রিক করেছিলেন শেহান মাদুশঙ্কা। এরপ আর প্রত্যাশিত পথে এগোয়নি এই পেসারের ক্যারিয়ার। গত ২৩ মে লকডাউনের মাঝেই ২.৭ গ্রাম কোকেন নিয়ে পুলিশের হাতে ধরা পরেন মাদুশঙ্কা। তাঁকে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করতে দেরি করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তরুণ পেসারের এই দুর্দশায় এগিয়ে এসেছেন দেশটির সেরা ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা।

মাদুশঙ্ককার মতো পেসার যে শ্রীলঙ্কা দলের কত দরকার সেটা মনে করিয়ে দিয়েছেন মালিঙ্গা, 'সে একজন প্রতিভাবান বোলার যে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছে। আমিও এমন কিছু করতে পারিনি। ওর সবচেয়ে ভালো দিক হলো, সে দ্রুতগতির, ভালো ফিল্ডার এবং আগ্রাসী টেল এন্ডার। দলে একমাত্র যে ফাস্ট বোলার আছে সে হলো লাহিরু কুমারা। বিশ্বকাপ যদি ২০২২ পর্যন্ত পিছিয়ে যায়, আমাদের উচিত দ্রুত বল করতে পারে এমন কারও মূল্য দেওয়া।'
মালিঙ্গার দাবি, ভুল সবাই করে। তাই ২৫ বছর বয়সী মাদুশঙ্কা আরেকটি সুযোগ পেতেই পারেন। ডেইলি নিউজ লঙ্কাকে মালিঙ্গা বলেছেন, 'মাদুশঙ্কা হলো এমন বিনিয়োগ যে দেশের জন্য সম্পদ হতে পারে। আমাদের খুঁজে দেখতে হবে কেন সে মাদক নিচ্ছে। হয়তো ব্যাক্তিগত কোনো সমস্যা দূর করার জন্য, কিন্তু এটা তো সেরা উপায় হলো না।'
নিজের গাড়িতে মাদক বহনের দায়ে আপাতত রিমান্ডে আছেন মাদুশঙ্কা। আজ রিমান্ড শেষ হবে। এরপর আইনিপ্রক্রিয়া অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মালিঙ্গার দাবি এমন সময়েই সাহায্য দরকার হয়, 'মাদকসেবী এমনিতেই কঠিন সময়ের মধ্য দিয়ে যায় এবং হয়তো মাদক ছেড়ে দেওয়ার কথাও ভাবে। কিন্তু আমাদের সমাজ আর আসক্তি কাজটা কঠিন করে তোলে। আমাদের ওকে পূনর্বাসন করতে হবে এবং সঠিক পথ দেখাতে হবে। ওর বয়স মাত্র ২৫ বছর, হয়তো বাজে বন্ধুদের পাল্লায় পড়েছে।'

মালিঙ্গা জানেন সবাই তাঁর সঙ্গে একমত হবেন না। তবু একজন তরুণ পেসারের দুঃসময়ে দূরে থাকতে রাজি নন মালিঙ্গা, 'মাদুশঙ্কাকে দেশের আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। কিন্তু শাস্তি দেওয়ার পাশাপাশি ওকর জন্য সঠিক পথও ঠিক করতে হবে। ওর পরিবার ও বন্ধুকে সাহায্য করতে হবে। হয়তো এই মতের জন্য আমার সমালোচনা হবে, কিন্তু তাও আমার অবস্থান বদলাবে না।'