যেমন চলছে মুশফিকদের অনুশীলন

২০২৫ সালে প্রথমবার টেস্ট খেলতে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচটি ঘিরে কদিন ধরে চলছে অনুশীলন। আজ সেই অনুশীলনে ব্যাটিং আর বোলিংয়ের সঙ্গে গুরুত্ব দিয়ে হয়েছে ফিল্ডিং প্র্যাকটিসও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সৌজন্যে পাওয়া ছবিতে দেখুন অনুশীলনের নানা মুহূর্ত।
ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের ক্লাসে ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ হিসেবে অভিষেক হচ্ছে তাঁর
শুধু জোরে বোলিং করলেই হবে না, ফিল্ডিংয়েও হতে হবে ক্ষিপ্র। সে চেষ্টাই করছেন নাহিদ রানা
স্লিপে ক্যাচের অনুশীলন করাচ্ছেন প্রধান কোচ ফিল সিমন্স
ম্যাচের সময় শুধু জার্সিটাই বদলাবে। স্লিপে এভাবেই ক্যাচের অপেক্ষায় থাকবেন জাকির, সাদমান, মাহমুদুল, নাজমুলরা
এই বুঝি বল চলে গেল!
দৌড়াচ্ছেন মুমিনুল, গা গরমের দৌড়!
নেট প্র্যাকটিস থেকে বিরতি নাজমুল হোসেনের। এদিকে ব্যাট হাতে অপেক্ষায় জাকির আলী, বল হাতে ছুটছেন নাঈম হাসান
বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের সঙ্গে মেহেদী হাসান মিরাজ
নেট অনুশীলনে সাদমান ইসলাম
ব্যাটিংয়ে প্রায়ই গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাইজুল ইসলাম। বাঁহাতি এ স্পিনারকে নিয়ে আজ ব্যাটিং অনুশীলনে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন
সমসাময়িক অন্য ক্রিকেটাররা যখন আন্তর্জাতিক ক্রিকেটে আর নেই, ওয়ানডে আর টি–টোয়েন্টিকে বিদায় বলা মুশফিকুর রহিম এখনো আছেন টেস্ট ক্রিকেটে। বাংলাদেশ দলের অভিজ্ঞতম এই ব্যাটসম্যান জিম্বাবুয়ে সিরিজেও নিশ্চয়ই উড়তে চাইবেন এভাবে।