Thank you for trying Sticky AMP!!

১৪ বলে ২৯ রান করেছেন আন্দ্রে রাসেল

দুই বছর পর জাতীয় দলে ফিরেই নায়ক রাসেল

দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন। ফিরেই ক্যারিয়ার সেরা বোলিং (৩/১৯) করার পর ব্যাট হাতে অপরাজিত ১৪ বলে ২৯। হলেন ম্যাচসেরা। বাংলাদেশ সময় আজ সকালে আন্দ্রে রাসেলের এমন দারুণ প্রত্যাবর্তনের দিনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ব্রিজটাউনে আগে টসে হেরে আগে ব্যাটিং পাওয়া ইংল্যান্ড অলআউট ১৭১ রান। কাইল মায়ার্স, শাই হোপ, রোভম্যান পাওয়েল ও রাসেলের কার্যকরী ইনিংসে ১১ বল হাতে রেখেই ইংল্যান্ডের রান টপকে যায় তারা।

এই জয়ের পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজ হারিয়েছিল ক্যারিবীয়রা। সেটা ছিল দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ২৫ বছর পর ওয়ানডে সিরিজ জয়

Also Read: ২৫ বছর পর সিরিজ হেরে ধৈর্য ধরতে বললেন ইংল্যান্ড কোচ

১৭২ রানের লক্ষ্য ছুঁতে নেমে ব্রেন্ডন কিং স্যাম কারেনের প্রথম ওভারেই দুই ছক্কায় নেন ১৬ রান। ১২ বল ২২ রান করে ওয়েস্ট ইন্ডিজকে ভালো শুরু এনে দেওয়া কিংস ফেরেন তৃতীয় ওভারে দলকে ৩২ রানে রেখে। ৪ ছক্কায় মায়ার্স করেন ২১ বলে ৩৫ রান। পাওয়ার প্লেতে ৫৯ রান করা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ১০ ওভারে তোলে ৯৯ রান।

শেষ ১০ ওভারে তাদের প্রয়োজন ছিল ৭২। পাওয়েল ও রাসেলের ২১ বলে ৪৯ রানের জুটিতে সেই প্রয়োজন সহজেই মেটায় ক্যারিবীয়রা। ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক পাওয়েল। রাসেলের ২৯ রানের ইনিংসে ২টি করে চার ও ছক্কা।

রেহান নিয়েছেন ৩ উইকেট

ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন লেগ স্পিনার রেহান আহমেদ। আরেক লেগ স্পিনার আদিল রশিদ ২৫ রানে নিয়েছেন ২ উইকেট। ইংল্যান্ডের প্রথম ও সব মিলিয়ে দশম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রশিদ।

১০০
ইংল্যান্ডের প্রথম ও সব মিলিয়ে দশম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রশিদ।

এর আগে ওপেনার ফিল সল্টের সৌজন্যে ইংল্যান্ডের শুরুটা হয়েছিল দারুণ। অধিনায়ক জস বাটলারকে নিয়ে প্রথম পাওয়ার প্লেতে সল্ট দলকে এনে দেন ৭৭ রান। দলকে ৭৭ রানে রেখেই ২০ বলে ৪০ রান করে রাসেলের বলে আউট হন সল্ট।

হার দিয়ে ইংল্যান্ডের সিরিজ শুরু

তিন নম্বরে ক্রিজে আসা উইল জ্যাকসও দ্রুতগতিতে রান তোলায় মনোযোগী হন। দলীয় ৯৮ রানে আউট হওয়ার আগে করেন ৯ বলে ১৭। ৯ ওভারেই ১০০ রানে পৌঁছে যায় বাটলারের দল। দলীয় ১১৭ রানে বাটলার ৩১ বলে ৩৯ রান করে আউট হওয়ার পর ছন্দপতন ইংল্যান্ডের। শেষ ১১ ওভারে ইংল্যান্ড তুলতে পেরেছে ৭১ রান। হারিয়েছে ৮ উইকেট।

Also Read: বার্বাডোজে খেলেছেন আর্চার, জানে না ইংল্যান্ড