টানা তৃতীয় ম্যাচে শেষ ওভারে জিতল মেজর লিগ ক্রিকেটের দল সিয়াটল অরকাস। আর প্রতিবারই নায়ক একজন—শিমরন হেটমায়ার। এমআই নিউইয়র্কের বিপক্ষে ৪০ বলে অপরাজিত ৯৭ রানের খেলার পর হেটমায়ার লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে খেলেন ২৬ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস।
আর আজ সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে ৩৭ বলে করলেন অপরাজিত ৭৮। তাঁর ইনিংসে ভর করেই সিয়াটল আজ ১৬৯ রান তাড়া করে জিতেছে।
সর্বশেষ ৩ ইনিংসে অপরাজিত থেকে ২৩৯ রান করেছেন হেটমায়ার। এই ৩ ম্যাচে তিনি ছক্কা মেরেছেন ২২টি। বলা যায় প্রতিটি ম্যাচই অনেকটাই একাই জিতিয়েছেন হেটমায়ার।
নিউইয়র্কের বিপক্ষে কাইরন পোলার্ডের করা ইনিংসের শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়েছেন। পরের ম্যাচে নাইট রাইডার্সের বিপক্ষেও ছক্কা মেরে জয় এনে দিয়েছিলেন। তবে সে ম্যাচে সমীকরণ ছিল ২ বলে ৩ রানের। আজ শেষ ওভারে রান লাগত ৮। রোমারিও শেফার্ডের করা ওভারের প্রথম বল ডটের পর দ্বিতীয় বলে ছক্কা ও তৃতীয় বলে দুই রান নিয়ে ম্যাচ জেতান হেটমায়ার।
ধারাবাহিকভাবে ৯৭*, ৬৪* আর ৭৮* রানের ইনিংস খেলে এখন হেটমায়ার এই আসরে মেজর লিগ ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, করেছেন ৩০৯ রান। শীর্ষে ফিন অ্যালেন (৩২৮), তারপর ফাফ ডু প্লেসি (৩১৭)। কিন্তু সবচেয়ে মজার তথ্য হলো হেটমায়ারের সর্বোচ্চ রান ৯৭ হলেও তাঁর ব্যাটিং গড় ১০৩!
১৬৯ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় সিয়াটল অরকাস। স্টিভেন টেলর শূন্য রানেই শুধু আউট হননি, ফিরেছেন ১০ বল খেলে। এরপর শায়ান জাহাঙ্গীর ও সিকান্দার রাজার ৩৮ রানের জুটি কিছুটা সামাল দিলেও দশম ওভারে টানা দুই বলে আউট হন দুজনই।
তখনই মাঠে নামেন হেটমায়ার। নেমেই প্রথম তিন বলে মারেন দুটি ছক্কা। একপ্রান্তে উইকেট পড়লেও নিজের খেলা চালিয়ে যান আগ্রাসী মেজাজে। মাত্র ২৩ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি।
৮ ম্যাচে সিয়াটলের পয়েন্ট ৬, আছে পয়েন্ট তালিকার ৪ নম্বরে।