Thank you for trying Sticky AMP!!

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক

বিপিএলকে যেখানে আলাদা দেখছেন শোয়েব মালিক

গত কয়েক দিন ধরেই মাঠের বাইরের বিষয় নিয়ে আলোচনায় শোয়েব মালিক। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ এবং তৃতীয় বিয়ে নিয়েই মূলত আলোচনায় ছিলেন এ পাকিস্তানি ক্রিকেটার। মালিককে নিয়ে যখন নানামুখী আলোচনা চলছে, তখন তিনি ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে)।

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন অভিজ্ঞ এ অলরাউন্ডার। আজ এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে কথাও বলেছেন মালিক। বিপিএল কোথায় আলাদা, সেটিও বলেছেন তিনি।

Also Read: তৃতীয় বিয়ের ঘোষণার দিনে নতুন মাইলফলকে শোয়েব মালিক

প্রতিটি লিগের আলাদা বিশেষত্ব আছে উল্লেখ করে আজ এক টেলিভিশন চ্যানেলকে মালিক বলেছেন, ‘প্রতিটি লিগের নিজস্ব বিশেষত্ব আছে। আপনি বিশ্বের নানা জায়গায় খেলবেন, তখন খেলোয়াড় হিসেবে সেসব কন্ডিশনে খেলাটা আপনার জন্য দারুণ সুযোগ। আর আপনি যখন দেশের প্রতিনিধিত্ব করবেন, তখন সেই অভিজ্ঞতাটা আপনার সঙ্গে থাকবে। কারণ, আপনি সেই কন্ডিশনে আগেই খেলেছেন। তাই আমি এসব সুযোগের অপেক্ষায় থাকি।’

এ সময় বিপিএলের সঙ্গে অন্য লিগের পার্থক্য জানতে চাইলে মালিক আরও বলেন, ‘আমার মতে একটি লিগের সঙ্গে অন্য একটি লিগের তুলনা ভালো কিছু না। প্রতিটি লিগের নিজস্ব শক্তির জায়গা রয়েছে এবং নিজস্ব বিশেষত্ব রয়েছে। বিপিএলেরও নিজস্ব বিশিষ্টতা আছে। এখানকার দর্শকেরা দারুণ প্রাণশক্তিসম্পন্ন। তারা মাঠে আসে এবং প্রতিটি দলকে সমর্থন দেয়। এটা এমন কিছু যা প্রতিটি লিগ এবং আয়োজকেরা চায়।’

সম্প্রতি সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ ও তৃতীয় বিয়ে নিয়ে আলোচনায় ছিলেন শোয়েব মালিক

লম্বা সময় ধরে ক্রিকেটের সঙ্গে জড়িত মালিক। ক্যারিয়ারে এ পর্যায়ে এসে তরুণদের জন্য পরামর্শ চাইলে পাকিস্তানের বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার বলেছেন, ‘খুবই সরল, যে সুযোগ সামনে আছে সেটিকে দুই হাতে লুফে নাও। শেখার প্রক্রিয়া কখনো শেষ হয় না। বিশেষ করে যখন আপনি ভালো করবেন না তখন নিজেকে চাপে ফেলবেন না কিংবা গুটিয়ে ফেলবেন না। বার্তাটা সরল মাঠে যান এবং নিজেকে মেলে ধরুন। আর যখন যেখানে সুযোগ পাবেন কিছু না কিছু শিখে নেবেন।’

এবারের বিপিএলে লক্ষ্য নিয়ে প্রশ্ন করলে মালিকের উত্তর, ‘প্রত্যাশা খুব সরল, দলের জন্য ভালো করা। এটাই আমি করতে চাই। অবশ্যই শুরুর দিকের ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবার চাওয়া থাকে দলীয় সমন্বয় গড়ার ও টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকতে বেশি বেশি পয়েন্ট পাওয়া।’

Also Read: শোয়েব মালিকের জীবনে সানার আগে সানিয়া, সানিয়ার আগে আয়েশা

মিরপুরের উইকেট নিয়ে তাঁর মত, ‘আমার মনে হয় মিরপুরের উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ নয়। আমার ধারণা, এখানে খেলতে হলে আপনাকে ব্যাটসম্যান, বোলার এবং স্পিনার হিসেবে (উইকেটকে) যাচাই করতে হবে।’