হ্যামিল্টনে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছেন টিম সাউদি
হ্যামিল্টনে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছেন টিম সাউদি

সাউদির শেষ টেস্টের প্রথম দিনে ৩১৫ নিউজিল্যান্ডের

উদ্ধোধনী জুটিতে উঠল ১০৫ রান। তারপর ২১০ রানে যেতে যেতে পড়ে গেল ৯ উইকেট। হ্যামিল্টন টেস্টে ৯ উইকেটে ৩১৫ রানে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড কি খুব সন্তুষ্ট থাকবে? সম্ভবত না। বরং ইংল্যান্ড শিবিরের স্বস্তিটা বেশি। আগামীকাল সকালে যত দ্রুত সম্ভব স্বাগতিকদের অলআউট করে ব্যাটিংয়ে নামার পরিকল্পনাটা এখনই সেরে ফেলার কথা বেন স্টোকসদের।

সেডন পার্কে ম্যাচের শুরুতে মেয়েকে কোলে নিয়ে মাঠে ঢুকেছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি। তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট এটি। শুরুতেই অবশ্য বোলিংয়ের সুযোগ পাননি। টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। এক বছরের বেশি সময় পর টেস্টে নিউজিল্যান্ডকে ওপেনিং জুটিতে শত রানের জুটি এনে দেন অধিনায়ক টম ল্যাথাম ও উইল ইয়াং।

৪২ করা ইয়াং ৩১তম ওভারে পেসার গাস অ্যাটকিনসনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরায় ভাঙে ওপেনিং জুটি। নিউজিল্যান্ডের ইনিংসে এরপর অন্তত ত্রিশোর্ধ্ব রানের জুটি হয়েছে চারটি, কিন্তু কোনোটাই বড় হয়নি। ৬৩ রান করেন ল্যাথাম। তিনে নেমে ৪৪ করা কেইন উইলিয়ামসনের আউটে নিশ্চয়ই মজা পেয়েছে ইংল্যান্ড। ম্যাথু পটসের বল ঠেকানোর পর তা স্টাম্পে আঘাত করার পথে ছিল। পা দিয়ে বলটি থামানোর চেষ্টা করেও বোল্ড হওয়া এড়াতে পারেননি উইলিয়ামসন। অবিশ্বাস ঝরেছে তাঁর চোখেমুখে।

৬৩ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন টম ল্যাথাম

ওপেনিং জুটির পর দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এসেছে অষ্টম উইকেটে দুই বোলারের সৌজন্যে। মিচেল স্যান্টনার–ম্যাট হেনরি ৫৪ বলে ৪১ রানের জুটি গড়েন। ৫০ রানে দিন শেষে অপরাজিত স্যান্টনার। তাঁর সঙ্গী উইল ও’রুর্কি। শেষ টেস্ট খেলতে নামা সাউদির ব্যাট থেকে এসেছে তাঁর স্বভাবসুলভ ‘ক্যামিও’ ইনিংস—৩ ছক্কা ও ১ চারে ১০ বলে ২৩। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট অ্যাটকিনসন ও পটসের।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৮২ ওভারে ৩১৫/৯ (ল্যাথাম ৬৩, স্যান্টনার ৫০*, উইলিয়ামসন ৪৪, ইয়াং ৪২, সাউদি ২৩; অ্যাটকিনসন ৩/৫৫, পটস ৩/৭৫, কার্স ২/৭৮, স্টোকস ১/৮৬)—প্রথম দিন শেষে।