Thank you for trying Sticky AMP!!

হাইনরিখ ক্লাসেন—যেন এক ঝড়ের নাম

ছক্কায় রাসেল–পুরানদের ছাড়িয়ে হায়দরাবাদের ‘হালাকু খান’

হাইনরিখ ক্লাসেন—যেন এক ঝড়ের নাম! ধারাভাষ্যকার রমিজ রাজাই বোধ হয় ক্লাসেনের জন্য যথার্থ একটা নাম দিতে পেরেছেন। ওয়ানডে বিশ্বকাপের সময় ক্লাসেনের খুনে মেজাজের ব্যাটিং দেখে তাঁকে মঙ্গোলীয় শাসক ‘হালাকু খান’ উপাধি দিয়েছিলেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার।

বিশ্বকাপ শেষেও সেই ‘হালাকু খান’ ক্লাসেন তাঁর ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। এবারের আইপিএলে এখন পর্যন্ত খেলেছেন দুটি ইনিংস। তাতেই স্পষ্ট কেন ক্লাসেন হালাকু খান!

প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলেছেন ২৯ বলে ৬৩ রানের ইনিংস। চার মারা সম্ভবত ক্লাসেনের খুব একটা পছন্দ নয়, তাই হয়তো মারেননি! কিন্তু ক্লাসেন সেই ইনিংসে ছক্কা মেরেছিলেন ৮টি। এরপর গতকাল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৩৪ বলে করেছেন অপরাজিত ৮০ রান। গতকাল অবশ্য ৪টি চার মেরেছেন। কিন্তু ছক্কা মেরেছেন ৭টি। ক্লাসেনের ধ্বংসযজ্ঞ যে চলতি বছরে শুধু আইপিএলেই চলেছে তা নয়। টি–টোয়েন্টিতে চলছে তা বছরজুড়েই। ২০২৪ সালের মার্চ মাস যেতে না যেতেই সব ধরনের টি-টোয়েন্টিতে মেরেছেন ৫০টির বেশি ছক্কা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এখন পর্যন্ত ক্লাসেন ছক্কা মেরেছেন ৫৩টি। ছক্কার ‘ফিফটি’ পূরণ করতে ক্লাসেনের লেগেছে মাত্র ১৬ ইনিংস। এ সময়ে তিনি ব্যাটিং করেছেন ২১০.১৭ স্ট্রাইক রেটে। ২০২৩ সালে মার্চের পর, ক্লাসেন ইনিংস খেলেছেন ৪৮টি। যেখানে ৫ বা এর চেয়ে বেশি ছক্কা মেরেছেন ১০টি ইনিংসে। অন্য কোনো ব্যাটসম্যান ছয়বারের বেশি পারেননি।

Also Read: হায়দরাবাদের ধ্বংসযজ্ঞে পড়া ১৭ বছর বয়সীর জন্য মায়া লাগছে বিশপ-ব্রাভোর

চলতি বছর দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছেন আন্দ্রে রাসেল। তিনি ১৫ ইনিংসে ছক্কা মেরেছেন ৪৫টি। ওয়েস্ট ইন্ডিজের আরেক ‘ছক্কাবাজ’ নিকোলাস পুরানও ছক্কা মেরেছেন ৪৫টি, তবে তাঁর লেগেছে ১৯ ইনিংস। নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের ছক্কা ৪০টি, সেটা মাত্র ১০ ইনিংসে! দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার–ব্যাটসম্যান রায়ান রিকেলটন ১৬ ইনিংসে ৪০টি ছক্কা মেরেছেন।

সানরাইজার্সের মালিক কালানীথি মারানের মেয়ে ও ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাব্য মারান গতকাল গ্যালারিতে বসে ক্লাসেনের ছক্কাবাজি দেখেছেন। ক্লাসেন ম্যাচের অষ্টম ছক্কা মারার পর ক্যামেরা ধরা হয় গ্যালারিতে দাঁড়িয়ে ম্যাচ দেখা কাব্য মারানের ওপর।

তাঁর উদ্‌যাপন দেখে বোঝাই যাচ্ছিল, ক্লাসেনসহ হায়দরাবাদের অন্য ব্যাটসম্যানদের ছক্কাবাজি কাব্য দারুণ উপভোগ করছেন। এবার আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ছক্কাও ক্লাসেনের। ২ ইনিংসে মেরেছেন ১৫ ছক্কা। হায়দরাবাদে ক্লাসেনেরই সতীর্থ অভিষেক শর্মা ২ ইনিংসে ৯ ছক্কা মেরে দ্বিতীয়। ১ ইনিংসে ৭ ছক্কা নিয়ে তিনে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল।

Also Read: ‘খেলা শেষে’ বুমরাকে এনে কী লাভ, মুম্বাই অধিনায়ক পান্ডিয়াকে প্রশ্ন মুডির