কিংবদন্তি চলে গেছেন গত বছরের ৪ মার্চ। এরপর ২০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) তাঁর রাষ্ট্রীয় শেষকৃত্য সম্পন্ন করা হয়। সেখানে মোট খরচ হয়েছে ১৬ লাখ ডলারের বেশি। তথ্য আইনের অধীনে এ বিষয়ে নথিপত্র হস্তগত করে খবরটি জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য এজ’।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য সরকার গত বছর রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানের জন্য ২৮ লাখ ডলার দিয়েছে। এর মধ্যে ওয়ার্নের শেষকৃত্যে খরচ হয়েছে এই বিশাল অঙ্কের অর্থ। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি ২ লাখ টাকা।
‘এজ’ জানিয়েছে, গত বছর রাষ্ট্রীয়ভাবে যত শেষকৃত্য হয়েছে, তার মধ্যে ওয়ার্নকে বিদায় জানানোই সবচেয়ে ব্যয়বহুল। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনারের শেষকৃত্য আয়োজন করেছে মিডিয়া ব্যক্তিত্ব এডি ম্যাকগুয়েরের প্রযোজনা প্রতিষ্ঠান জ্যাম টিভি। তারা পেয়েছে ১০ লাখ ডলার।
‘এজ’ যেসব নথিপত্র হস্তগত করেছে সেসব দেখেই জানিয়েছে, ভিক্টোরিয়া রাজ্যে গত বছর দ্বিতীয় সর্বোচ্চ খরচের শেষকৃত্যের তিন গুণ বেশি টাকা খরচ হয়েছে ওয়ার্নের শেষকৃত্যে। ভিক্টোরিয়ার ইস্টার্ন ফ্রিওয়েতে গত বছর খুন হওয়া চার পুলিশ কর্মকর্তার শেষকৃত্যে খরচ হয়েছিল ৫ লাখ ৮৪ হাজার ডলার। ওয়ার্নের শেষকৃত্যে এর তিন গুণ বেশি অর্থ খরচ হয়েছে।
ম্যাকগুয়ের নিজেই জানিয়েছেন, ওয়ার্নের শেষকৃত্য টিভিতে বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারের জন্য ১০ লাখ ডলার পেয়েছে তাঁর প্রতিষ্ঠান। তবে প্রচুর অর্থ খরচকে যৌক্তিক বলেই মনে করছেন তিনি। তাঁর মতে, শেষকৃত্যটা শুধু ওয়ার্নকে সম্মানিতই করেনি ভিক্টোরিয়ার মানুষও শোক প্রকাশ করতে পেরেছেন।
ওয়ার্নের শেষকৃত্যে প্রায় ৫৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ার বর্তমান ও সাবেক ক্রিকেটাররা তো ছিলেনই, ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জন, ব্যান্ড কোল্ড প্লের ক্রিস মার্টিন ও রবি উইলিয়ামসও উপস্থিত ছিলেন। ওয়ার্নকে স্মরণ করে কথা বলেছিলেন অ্যালান বোর্ডার ও ব্রায়ান লারার মতো কিংবদন্তি ক্রিকেটাররা।
ম্যাকগুয়ের ওয়ার্নের শেষকৃত্যে বিশাল অঙ্কের খরচ নিয়ে বলেছেন, ‘অনেকভাবেই আমাদের এটাকে ভিক্টোরিয়ার শেষকৃত্য বলে মনে হয়েছে। মাত্র ১০ জন লোক নিয়ে আমি আমার মাকে সমাহিত করেছিলাম। সেই অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে, আমরা আমাদের অসাধারণ বন্ধু শেন ওয়ার্নকে বিদায় জানাতে সবাই এক হয়েছিলাম...টাকাটা সঠিকভাবেই খরচ হয়েছে। তবে আমি ভাবছি অন্য কথা। ওয়ার্ন তার ক্যারিয়ারে নিজের রাজ্যকে কি পরিমাণ রাজস্ব এনে দিয়েছে? সেটা অবশ্যই ১৬ লাখ ডলারের বেশি।’