Thank you for trying Sticky AMP!!

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে বসছে আধুনিক প্রযুক্তি

মিরপুরের ইনডোরে বসছে ৮ ক্যামেরার আধুনিক প্রযুক্তি

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ‘অ্যানালাইসিস সেন্টার’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। চারজন পারফরম্যান্স অ্যানালিস্ট নিয়োগ দেওয়ার পাশাপাশি যোগ হবে আধুনিক প্রযুক্তি। বসানো হবে ৮টি হাই স্পিড ভিডিও ক্যামেরা, ভিডিওর জন্য এভি ওয়্যারলেস সিস্টেম এবং সুইচ সিস্টেম। বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদের সভায় গেম ডেভেলপমেন্ট বিভাগের এই প্রস্তাব অনুমোদন হয়েছে।

আধুনিক এই প্রযুক্তি কার্যকর হলে ইনডোরে অনুশীলন করে খেলোয়াড়েরা নিজেদের ব্যাটিং-বোলিংয়ের ভুল সম্পর্কে জানতে পারবেন, যেটা তাঁদের পারফরম্যান্সে উন্নতি আনায় সাহায্য করবে। বিসিবির ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন বিভাগের ম্যানেজার নাসির আহমেদ আজ এ নিয়ে বলেছেন, একটা লেনের মধ্যে ক্যামেরাগুলো বসানো হবে। বল যখন যাবে তখন অটোমেটিক বল ডিটেক্ট করে খেলোয়াড়দের মোবাইলে ডেটা পৌঁছে দেওয়া হবে। পুরোটা মিলে একটা প্যাকেজ হবে।  

মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোর ফ্যাসিলিটিস

মিরপুরের ইনডোরে এই প্রযুক্তি স্থাপনের জন্য বাজেট ধরা হয়েছে ৭০ লাখ ৯৬ হাজার টাকা। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার বলেছেন, ‘আমরা ইনডোরে একটা কাঠামো গড়তে চাই, যেখানে খেলোয়াড়েরা এসে অনুশীলন করে সেখানেই তাদের ভুলত্রুটি ধরতে পারবে। সেখানে খেলোয়াড়দের সাহায্য করার জন্য অ্যানালিস্ট থাকবেন।’

Also Read: আইপিএলে ফিরেই চূড়ায় মোস্তাফিজ

স্থানীয় অ্যানালিস্টদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনার কথাও বলেছেন তিনি, ‘এখানে আমাদের অ্যানালিস্টদের সামর্থ্য বাড়ানোর সুযোগও থাকবে। সে জন্য বিসিবিতে কাজ করা বিদেশি অ্যানালিস্টদের সাহায্যও নেওয়া হবে। প্রয়োজনে কর্মশালার জন্য বিশেষজ্ঞ আনা হবে। আমরা মনে করি, এটা করতে পারলে খেলোয়াড়দের পারফরম্যান্সে ২০-২৫ ভাগ উন্নতি আসবে।’

Also Read: টেনিসের সবচেয়ে ‘বুড়ো’ এক নম্বর এখন জোকোভিচ