লর্ডস টেস্টে মন্থর ওভার রেটের কারণে ইংল্যান্ডের দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কাটা হয়েছে। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। লর্ডস টেস্টে ভারতকে ২২ রানে হারিয়ে পাঁচ টেস্টের সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় ৩ ম্যাচে ২৪ পয়েন্ট ইংল্যান্ডের। ২ পয়েন্ট কাটায় তাদের পয়েন্টসংখ্যা দাঁড়াল ২২। ইংল্যান্ডের পয়েন্টের শতাংশের হারও কমেছে। ৬৬ দশমিক ৬৭ থেকে ৬১ দশমিক ১১ শতাংশে নেমে এসেছে পয়েন্টের হার। এতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছে বেন স্টোকসের দল। ২ ম্যাচে ১৬ পয়েন্ট ও ৬৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্টের হার নিয়ে দুইয়ে শ্রীলঙ্কা। ৩ ম্যাচে ৩৬ পয়েন্ট ও ১০০ শতাংশ পয়েন্টের হার নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।
ফিল্ডিংয়ে নেমে যে সময়ের মধ্যে ওভার শেষ করার কথা ছিল ইংল্যান্ডের, সেটা করতে না পারায় দলটির সবার ম্যাচ ফির ১০ শতাংশ করে অর্থ জরিমানা করা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ অনুচ্ছেদ অনুযায়ী, বরাদ্দকৃত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে, যতগুলো ওভার শেষ হবে না, তার প্রতিটির জন্য ১টি করে পয়েন্ট কাটা হবে।
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস দোষ স্বীকার করায় এ নিয়ে আর শুনানির প্রয়োজন হয়নি। লর্ডস টেস্টের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি তিনি মেনে নিয়েছেন।
লর্ডস টেস্টে জয়ের পর এখন ম্যানচেস্টারের অপেক্ষায় ইংল্যান্ড। ২৩ জুলাই সেখানে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। তবে এই টেস্টের আগে একটি দুঃসংবাদ পেয়েছে ইংল্যান্ড। আঙুলের চোটে সিরিজ থেকে ছিটকে পড়েছেন অফ স্পিনার শোয়েব বশির। তাঁর জায়গায় স্পিন বোলিং অলরাউন্ডার লিয়াম ডসনকে দলে নেওয়া হয়েছে।