
আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে পারভেজ হোসেন জানিয়েছেন তামিম ইকবালকে অনুসরণ করার কথা। এখন তিনি অনুসরণ করেন ট্রাভিস হেডকে।
গত মাসে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পাওয়ার পর তামিম ইকবালের কাছ থেকে অভিনন্দন পেয়েছিলেন পারভেজ হোসেন। তা পাওয়ার একটা বিশেষ কারণও আছে—এর আগে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিটি ছিল তামিমের। ওই সেঞ্চুরিতে তাঁর পাশে বসেছিলেন পারভেজ।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সংস্করণে অভিষেক হয়েছে এই ওপেনারের। দ্বিতীয় ম্যাচেই ওয়ানডেতে প্রথম ফিফটি করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আজ শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসা পারভেজের কাছে প্রশ্ন ছিল, ব্যাটিংয়ে কাকে আদর্শ মানেন?
উত্তরে এই ওপেনার জানান, ‘তামিম (ইকবাল) ভাইয়ের খেলা অনুসরণ করতাম অনেক, বিরাট কোহলিও অনেকটা শেষের দিকে। এখন ট্রাভিস হেডের খেলা অনুসরণ করি।’
পারভেজ আক্রমণাত্মক ব্যাটিং করেন। সর্বশেষ ম্যাচে ৬৯ বল খেলে ৬৭ রান করার পথে ৬ চার ও ৩টি ছক্কা মেরেছেন। নিজের ব্যাটিংয়ের ধরন নিয়ে পারভেজ বলেন, ‘চেষ্টা করি আসলে পরিস্থিতি অনুযায়ী খেলার। এটাই আসলে চেষ্টা করছি, আমার যেটা সহজাত ওটা খেলার।’
আগের ম্যাচে পারভেজ ভালো করলেও এই সিরিজে বাংলাদেশের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কাটেনি। প্রথম ম্যাচে ২৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে ১০০ রান করেছিল বাংলাদেশ। কিন্তু পরে ৫ রানে ৭ উইকেট হারিয়ে ৭৭ রানে ম্যাচ হারে। দ্বিতীয় ম্যাচেও অলআউট হয়েছে ২৪৮ রানে।
দলের ব্যর্থতার সঙ্গে পারভেজের আফসোস নিজের ইনিংসটা বড় করতে না পারারও, ‘আমরা (ইনিংস) লম্বা করতে পারিনি সত্যি। আউট হওয়ার পর আমার অনেক খারাপ লাগছিল, হয়তো–বা সেট হয়ে আউট হয়েছি। উইকেট ভালো ছিল, সেঞ্চুরি করা যেত।’
তবুও পারভেজই ছিলেন গত ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। আরেক হাফ সেঞ্চুরিয়ান তওহিদ হৃদয় হয়েছেন রানআউট। দলের ব্যাটসম্যানদের ভালো শুরু করেও তা টেনে নিতে না পারা নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন পারভেজ, ‘হৃদয় ভাই দুর্ভাগ্যবশত রানআউট হয়েছে। এটাই আমাদের টিম মিটিংয়ে বলা হয়েছে, সবাই বলেছে যে আমরা যদি সেট হই, তাহলে আমাদের বড় খেলতে হবে।’
শ্রীলঙ্কার মাটিতে ২৬ ওয়ানডেতে দুই জয় পেলেও কখনো সিরিজ জেতেনি বাংলাদেশ। এবার তা করার ভালো সুযোগ সামনে। দ্বিতীয় ম্যাচে ১৬ রানের জয়ের পর এখন সিরিজে সমতা। কাল শেষ ম্যাচে পাল্লেকেলেতে যারা জয় পাবে, সিরিজটি হবে তাদের।
তা নিজেদের পক্ষেই করতে চান পারভেজ, ‘আমাদের বড় সুযোগ, কালকের ম্যাচ জিতলে ভালো একটা সিরিজ জেতা হবে। সবার মধ্যে আবারও আত্মবিশ্বাস তৈরি হবে। আমরা সর্বশেষ ম্যাচ জেতার পর সবার মধ্যে ওটা তৈরি হচ্ছে, সবাই হাসিখুশি আছে। ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব, আমাদের কালকের ম্যাচটা জেতার, আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’