চট্টগ্রাম রয়্যালসের অনুশীলনে মাথায় আঘাত পেয়েছিলেন পেসার শরীফুল ইসলাম। এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে তিনি আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
দুপুর ১২টার দিকে অনুশীলন শুরুতে ওয়ার্ম আপের সময়ই মাথায় আঘাত পান শরীফুল। পরে আর অনুশীলনে বোলিং করেননি। হাসপাতালে নিয়ে তাঁকে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালেও নেওয়া হয়েছিল। তবে এরপরই আবার হোটেলে ফিরে গেছেন তিনি।
চট্টগ্রামের মেন্টরের দায়িত্বে থাকা হাবিবুল বাশার প্রথম আলোকে বলেছেন, ‘আঘাত খুব একটা গুরুতর নয়। যেহেতু মাথায় লেগেছে, এ জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। এখন আবার হোটেলে ফিরে এসেছে।’
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জিতেছিল চট্টগ্রাম। নোয়াখালীকে ৬৫ রানে হারানোর ম্যাচে ৩ ওভারে ১৪ রানে ২ উইকেট নেন শরীফুল। চট্টগ্রামের পরের ম্যাচ আগামীকাল।