Thank you for trying Sticky AMP!!

মাহমুদউল্লাহ (ডানে) নেই জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে

১৬ বছর পর নেই মাহমুদউল্লাহ

ব্যাটিংয়ে জিম্বাবুয়ে ও বোলিংয়ের বাংলাদেশের খেলোয়াড়দের আধিপত্য। সবচেয়ে বেশি রান করা পাঁচ ব্যাটসম্যানের একজনও নেই এবারের সিরিজে।
দুই দলের টি–টোয়েন্টি ইতিহাসে ব্যক্তিগত রেকর্ডগুলো—

শীর্ষ পাঁচের তিনজনই বাংলাদেশের। তবে সবচেয়ে বেশি রান ২০১৯ সালে অবসর নেওয়া হ্যামিল্টন মাসাকাদজার। এবারের সিরিজে দলের থাকাদের মধ্যে সবচেয়ে বেশি রান লিটন দাসের (১৯৩)।

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসে জিম্বাবুইয়ানদের আধিপত্য। সর্বোচ্চ চারটি ইনিংসই জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। তবে ২০টি ফিফটির ১২টিই বাংলাদেশের ব্যাটসম্যানদের।

ছক্কাতেও জিম্বাবুইয়ানদের রাজত্ব। ১৮ ছক্কায় সবার ওপরে ম্যালকম ওয়ালার। তবে শীর্ষ পাঁচের মধ্যে শুধু রেজিস চাকাভাই আছেন এবারের সিরিজে।

উইকেটে নেওয়ায় শীর্ষ পাঁচের তিনজনই বাংলাদেশের। ১৮ উইকেট নিয়ে সবার ওপরে মোস্তাফিজুর রহমান। কোন একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের বোলারদের মধ্যে এর চেয়ে বেশি উইকেট আছে শুধু সাকিব আল হাসানের—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১টি।

দুদলের টি–টোয়েন্টি লড়াইয়ে ৫ উইকেট নিতে পারেননি কেউ। সেরা পাঁচের তিনটিই বাংলাদেশের বোলারদের।

২০০৬ সালের পর এই প্রথম মাহমুদউল্লাহকে ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ। অভিষেকের পর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সব টি–টোয়েন্টিতেই ছিলেন মাহমুদউল্লাহ।

Also Read: বাংলাদেশের সবচেয়ে প্রিয় ও সবচেয়ে চেনা প্রতিপক্ষ