Thank you for trying Sticky AMP!!

ওলি রবিনসন ও ওলি রবিনসন

এক ওলি রবিনসন ইংল্যান্ডে খেলেন, আরেক ওলি রবিনসন অপেক্ষায়

ওলি রবিনসন ইংল্যান্ড জাতীয় দলে ডাক পাওয়া এবং অভিষেকের অপেক্ষায়। সামনের গ্রীষ্মে ইংল্যান্ড টেস্ট দলে জায়গা পাওয়ার জোরালো দাবিদার।

এতটুকু পড়ে একটু অবাকই হতে পারেন। রবিনসনের অভিষেক প্রায় তিন বছর আগে, ইংলিশ পেসার ২০টি টেস্ট খেলেও ফেলেছেন। আবার অভিষেক হবে কীভাবে!

তবে এই ওলি রবিনসন সেই ওলি রবিনসন নন।

ডারহামের ওলি রবিনসন উইকেটকিপার। এরই মধ্যে ৬৫টি প্রথম শ্রেণির ম্যাচও খেলে ফেলেছেন। ১৮ বছর বয়সে কেন্টের সিনিয়র দলের হয়ে অভিষেক, এ মুহূর্তে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সেরা উইকেটকিপার বলে বিবেচিত।

Also Read: কোচিং, খেলা—ইংল্যান্ড থেকে বাদ পড়া ম্যালানের অনিশ্চিত ভবিষ্যৎ

দুই ওলি রবিনসনের মধ্যে অবশ্য মিল কম নয়। দুজনের জন্মই ১ ডিসেম্বর (পাঁচ বছর আগে-পরে), দুজনই উঠে এসেছেন কেন্টের একাডেমি থেকে। দুজনকে নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ার ঘটনাও নিয়মিত।

ইংল্যান্ডের হয়ে ২০টি টেস্ট খেলে ফেলেছেন পেসার ওলি রবিনসন

সেটির শুরু হয়েছিল যখন উইকেটকিপার রবিনসনের বয়স ১২ বা ১৩। কেন্টের চতুর্থ বিভাগে খেলছিলেন বাবার সঙ্গে। সে সময় কেউ অভিযোগ করে বসেন, তাদের ক্লাব ‘অবৈধ’ একজন খেলোয়াড়কে খেলাচ্ছে। তারা ধরেই নিয়েছিলেন, পেসার রবিনসনই খেলছেন ওই দলের হয়ে।

নিজের ‘মিতা’র সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলার গল্প রবিনসন দ্য টেলিগ্রাফকে শুনিয়েছেন এভাবে, ‘সেবারই প্রথম আমার মনে হয়েছে, এমনটি নিয়মিত ঘটতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমেও লোকে আমাদের গুলিয়ে ফেলে—তা ভালো হোক বা মন্দ। আমার হয়তো কয়েকজন ফলোয়ারও বেড়েছে এ কারণে। তবে এমন কিছুতে আমাকে ট্যাগ করা হয়েছে, যেগুলো আসলে তাকে উদ্দেশ্য করে করা। মজার ব্যাপার…।’

দুজন চার বছর আগে ইংল্যান্ড লায়নসের হয়ে একসঙ্গে খেলেও ফেলেছেন। স্কোরকার্ডে ‘কট ওজি (ওলিভার জর্জ) রবিনসন বোল্ড ওই (ওলিভার এডওয়ার্ড) রবিনসন’ এমন ঘটনাও ঘটেছে। কাকে ডাকলে কে সাড়া দেবেন, সে ধোঁয়াশা দূর করতে ড্যান লরেন্স তো উইকেটকিপার রবিনসনকে ‘ছোট্ট ছেলেটা’ বলেও ডাকা শুরু করেছিলেন।

ডারহামের হয়ে প্রথম শ্রেণিতে দারুণ পারফরম্যান্স উইকেটকিপার-ব্যাটসম্যান ওলি রবিনসনের

এমনিতে জনি বেয়ারস্টো নাকি বেন ফোকস—টেস্ট দলে দুই উইকেটকিপারের একজনকে বেছে নিতে হতে পারে ইংল্যান্ডের দলের নির্বাচকদের। সেখানে রবিনসনের উত্থান আরেকটি মধুর সমস্যায় ফেলে দিতে পারে তাদের। ডারহামের হয়ে রবিনসনের ব্যাটিং গড় ৫৮।

Also Read: যেভাবে খেলে এসেছে, সেভাবেই খেলার চেষ্টা করবে ইংল্যান্ড

এ মৌসুমে টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে সরাসরি মুগ্ধ করার সুযোগও পাবেন রবিনসন। নিজের বোলিংয়ের দিকে নজর দিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়া স্টোকস ঘোষণা দিয়েছেন, টেস্ট মৌসুম শুরুর আগে ডারহামের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলবেন।

স্টোকসদের মুগ্ধ করতে পারলে ভবিষ্যতে দুই ওলি রবিনসনকে একসঙ্গে দেখা যেতে পারে টেস্ট দলেও।