Thank you for trying Sticky AMP!!

সাকিবের এক রেকর্ডে ভাগ বসিয়েছেন মিরাজ

আইয়ার–অশ্বিনের রেকর্ড জুটি, সাকিবের পাশে মিরাজ

চতুর্থ ইনিংসে অষ্টম উইকেটে রেকর্ড জুটি গড়ে নাটকীয়ভাবে বাংলাদেশকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারত। বাংলাদেশের আক্ষেপ বাড়ানোর ম্যাচটা উপহার দিয়েছে আরও কিছু রেকর্ডও।

৭১*

শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের ম্যাচজয়ী জুটি টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে সফল রান তাড়ায় অষ্টম উইকেটে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৫২, ১৯৯৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ইনজামাম-উল-হক ও রশিদ লতিফের।

৭৪/৭

৭৪ রানে সপ্তম উইকেট হারানোর পরও জিতেছে ভারত। টেস্টে চতুর্থ ইনিংসে এর চেয়ে কম রানে প্রথম ৭ উইকেট হারানোর পর জয় পাওয়ার ঘটনা মাত্র দুটি—১৯৮০ সালে ডানেডিনে নিউজিল্যান্ড (৫৪/৭) ওয়েস্ট ইন্ডিজকে (লক্ষ্য ১০৪) ও ১৯৮৪ সালে করাচিতে পাকিস্তান (৫৯/৭) ইংল্যান্ডকে (লক্ষ্য ৬৫) হারায়।

১৩ টেস্ট খেলে ভারতের বিপক্ষে এখনো জয়শূন্য বাংলাদেশ। বাংলাদেশ এর চেয়ে বেশি টেস্ট খেলে জয় পায়নি শুধু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (১৪ ম্যাচ)।

৪৯

রান তাড়ায় ভারতের দ্বিতীয় ইনিংসের ৪৯ শতাংশই করেছে ভারতের অষ্টম উইকেট জুটি। শুধু অষ্টম উইকেটই নয়, টেস্টে সফল রান তাড়ায় শেষ তিন উইকেট জুটির সম্মিলিত অবদানের রেকর্ডও এটা। আগের রেকর্ড ৪৮.১ শতাংশ, ১৯৮০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৪ রানের লক্ষ্যে নিউজিল্যান্ডের শেষ ৫০ রান এসেছিল ৭ উইকেট পড়ার পর।

নাটকীয় জয়ের পর ভারতের দুই ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন (বাঁয়ে) ও শ্রেয়াস আইয়ার (ডানে)

৪২*

অশ্বিনের ইনিংস টেস্টে সফল রান তাড়ায় নয় বা এর নিচে নেমে সর্বোচ্চ। আগের রেকর্ড ৪০*, ১৯৮৮ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের উইনস্টন বেঞ্জামিনের।

Also Read: টেস্টে জাকিরের মতো ক্রিকেটার আরও চান সাকিব

মিরাজের ৫/৬৩…

টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় সেরা বোলিং। তবে ম্যাচের চতুর্থ ইনিংসে মিরাজই সেরা। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে টেস্টে ভারতের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট পেলেন মিরাজ।

৩১

টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটা এখন সাকিব আল হাসানের সঙ্গে ভাগাভাগি করছেন মিরাজ। ১১ ইনিংসে ৩১ উইকেট তাঁর, সাকিব ৩১ উইকেট নিয়েছেন ২১ ইনিংসে।

২৯

এ সিরিজে ভারতের ২৯ উইকেট পড়েছে। বাংলাদেশ এর আগে টেস্টে এক সিরিজে ভারতের সর্বোচ্চ ২৬টি উইকেট পেয়েছিল ২০১০ সালের দুই ম্যাচ সিরিজে।