Thank you for trying Sticky AMP!!

২৫ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেছেন রাসেল

আইপিএলে রাসেলের ২০০ ছক্কা, সবচেয়ে বেশি কার

২৫ বলে অপরাজিত ৬৪। আন্দ্রে রাসেল এই ইনিংস খেলার পথে মেরেছেন ৭ ছক্কা আর ৩ চার। এতে অবশ্য চমকের কিছু নেই। তিনি এভাবেই খেলেন। গতকাল ৭ ছক্কায় অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলার পথে আইপিএলে ২০০ ছক্কা মারার কীর্তি গড়েছেন এই ক্যারিবীয় তারকা।

১৭.৩ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের পেসার নাটারজানের বলে মারা ছক্কাটি আইপিএলে তাঁর ২০০তম। এরপর ছক্কা মেরেছেন আরও দুটি। সব মিলিয়ে রাসেলের ছক্কা এখন ২০২টি।

Also Read: মোস্তাফিজেরও কি ভাগ্য বদলাবে ধোনির চেন্নাইয়ে

আইপিএলে ২০০ ছক্কার তালিকায় রাসেল অবশ্য প্রথম নন, তিনি এই কীর্তি গড়েছেন নবম ব্যাটসম্যান হিসেবে। এই তালিকায় সবার প্রথমে নাম লিখিয়েছেন আইপিএলে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডের মালিক ক্রিস গেইল। তিনি ছক্কা মেরেছেন ৩৫৭টি। একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলে ৩০০ ছক্কার রেকর্ড গেইলের। গেইল ২০২১ সালের পর আর আইপিএল খেলেননি।

২০০ ছক্কার কীর্তিতে রাসেল এক জায়গায় অবশ্য গেইলকে ছাড়িয়ে গেছেন। রাসেল ২০০ ছক্কা মারতে খেলেছেন ১৩২২ বল, যেখানে গেইলের লেগেছে ১৮১১ বল। আরেক ওয়েস্ট ইন্ডিয়ান কাইরন পোলার্ডের ২০০ ছক্কা মারতে লেগেছিল ২০৫৫ বল। এ ছাড়া রাসেল একমাত্র ক্রিকেটার, যিনি আইপিএলে ২০০ ছক্কা মেরেছেন ১০০ ইনিংসের কম খেলে। তাঁর লেগেছে ৯৭ ইনিংস।

Also Read: রাসেলের পর ক্লাসেনের ব্যাটেও ঝড়, নাটকীয়তার ম্যাচে শেষ বলে কলকাতার জয়