সর্বশেষ বোর্ডার–গাভাস্কার ট্রফিতে যেখানে শেষ করেছিলেন, অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফিতে যেন সেখান থেকেই শুরু করেছেন যশপ্রীত বুমরা।
অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজে ৩২ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন বুমরা। এরপর চোটের কারণে লম্বা সময় ভারতের হয়ে খেলতে পারেননি। ইংল্যান্ডে আরেকটি পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরেছেন। ফিরেই আবির্ভূত হয়েছেন রুদ্ররূপে।
চলমান হেডিংলি টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বুমরা। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যেই প্রথম ইনিংসে ৬ রানের লিড নিতে পেরেছে ভারত। শুবমান গিলের দল এরপর তৃতীয় দিন শেষ করেছে ৮ উইকেট হাতে নিয়ে ৯৬ রানে এগিয়ে থেকে।
টেস্টে এখন পর্যন্ত ২০০ বা এর বেশি উইকেট নিয়েছেন ৮৬ বোলার। তাঁদের মধ্যে বুমরার গড়ই সেরা; ১৯.৩৩! বল হাতে একের পর এক কীর্তি গড়া বুমরার মাহাত্ম্য বোঝাতে নানা সময়ে নানা জন নানাভাবে তুলনা করেছেন। ৩১ বছর বয়সী তারকা ফাস্ট বোলারকে এবার বিশ্বের সবচেয়ে দামি হীরা কোহিনুরের সঙ্গে ভারতের সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান দিনেশ কার্তিক।
৪০ বছর বয়সী কার্তিক বর্তমানে ইংল্যান্ড–ভারত সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন। কাল স্থানীয় সম্প্রচারকারী চ্যানেল স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘বুমরা কোহিনুর হীরার মতোই মূল্যবান। আমি আশা করি, মানুষ বুঝতে পারবে সব সংস্করণেই সে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনি যেকোনো সংস্করণে যেকোনো ধরনের বল যখনই তার হাতে তুলে দেবেন, সেই কাজে লাগাবে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো সে জানে ব্যাটসম্যান কী করার চেষ্টা করছে। সে তার মস্তিষ্কে এটা খুব সুন্দরভাবে গেঁথে ফেলেছে। খেলাটির (টেস্ট) ইতিহাসে যেসব বোলার ২০০টির বেশি উইকেট নিয়েছেন, তাঁদের মধ্যে ওর গড় সেরা। এটিই বলে দেয়, সে খুব বিশেষ একজন।’
কোহিনুর একটি ফার্সি শব্দ। এর অর্থ পর্বতের আলো। কোহিনুর বিশ্বের সবচেয়ে দামি হীরা হিসেবে পরিচিত। এর ওজন ১০৫.৬ ক্যারেট বা ২১.১২ গ্রাম। বিশ্বের বিভিন্ন রাজা, বাদশাহ ও শাসকদের হাত ঘুরে বর্তমানে এটি টাওয়ার অব লন্ডনে শোভা পাচ্ছে।
বুমরা এখন পর্যন্ত ৪৬ ম্যাচ খেলে ২১০ উইকেট নিয়েছেন। এক ইনিংসে কমপক্ষে ৫ উইকেট নিয়েছেন ১৪ বার। সেরা বোলিং ২৭ রানে ৬ উইকেট, ২০১৯ সালে জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
হেডিংলিতে হয়তো তাঁর ক্যারিয়ারসেরা বোলিং ফিগার দেখা যেত। কিন্তু সতীর্থ ফিল্ডাররা তাঁর বলে চার–চারটি ক্যাচ ফেলায় ও নিজে একটি নো বলে হ্যারি ব্রুককে আউট করায় আরও উইকেট পাওয়া হয়নি।