Thank you for trying Sticky AMP!!

বাবর আজমের বিকল্প হিসেবে মুমিনুলকে দলে নিয়েছে রংপুর রাইডার্স

‘সবাই যেহেতু খেলছে, আমারও একটু খেলার ইচ্ছা ছিল’

জাতীয় দলের ক্রিকেটাররা যখন ব্যস্ত বিপিএলে, মুমিনুল হক আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিচ্ছিলেন। কখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, কখনো মাসকো ক্রিকেট একাডেমিতে নিজের প্রস্তুতি নিচ্ছিলেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সফল এ ব্যাটসম্যান। এর মধ্যেই ডাক এল রংপুর রাইডার্স থেকে। বাবর আজম চলে যাওয়ায় টপ অর্ডারে একজন ব্যাটসম্যান দরকার ছিল বিপিএল ফ্র্যাঞ্চাইজিটির। তাই মুমিনুলকে দলে ভিড়িয়েছে বিপিএলের একবারের চ্যাম্পিয়নরা।  

২০২১-২২ মৌসুমের পর আবারও বিপিএলে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই রংপুরের প্রতি কৃতজ্ঞ মুমিনুল। আজ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে রংপুরের অনুশীলন শেষে মুমিনুল বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া। একই সঙ্গে রংপুরকে ধন্যবাদ দেওয়া উচিত। তারা আমাকে সুযোগ করে দিয়েছে এই বছর বিপিএল খেলার। এই সুযোগ সবাই পায় না। রংপুর আমাকে এই সুযোগটা দিয়েছে। আমি রংপুরের প্রতি কৃতজ্ঞ।’ বিপিএল পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটাকে শিরোপা জিততে সাহায্য করতে চান মুমিনুল, ‘প্রত্যাশা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া। দলের জন্য যতটা সম্ভব অবদান রাখার চেষ্টা করব।’

Also Read: বিপিএলে কেমন করলেন বাবর আজম

রংপুর রাইডার্সের অনুশীলনে মুমিনুল হক (বাঁয়ে)

সতীর্থদের সবাই যখন বিপিএলে খেলছিলেন, সে সময় বসে থাকাটা যে মুমিনুল খুব একটা উপভোগ করেননি, তা বোঝা গেল তাঁর পরের কথায়, ‘খারাপ লাগেনি। খেলা দেখেছি। অনুশীলনও করছিলাম লাল বলে। সামনে যে শ্রীলঙ্কা সিরিজ আছে, সেই জন্য অনুশীলন করছিলাম। আপনি যেভাবে বলছেন, সেই রকম খারাপ লাগেনি। তবে সত্যি বলতে গেলে, একটু খারাপ তো লাগেই। খুব বেশি খারাপ লেগেছে, তা নয়। খারাপ লাগারও বিভিন্ন ধরন থাকে। আমার ধরনটা একটু ভিন্ন ছিল। কারও হয়তো একটু খারাপ লাগে, কারও হয়তো বেশি খারাপ লাগে। একটু খারাপ লাগছিল। এমন নয় যে একবারে হতাশ হয়ে গিয়েছি। সবাই যেহেতু খেলছে, আমারও একটু খেলার ইচ্ছা ছিল। এই আর কী।’

মুমিনুল সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০২২ সালের জানুয়ারি মাসে। দীর্ঘ বিরতির পর স্বাভাবিকভাবেই মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে। মুমিনুল অবশ্য এ ক্ষেত্রে নিজের অভিজ্ঞতায় আস্থা রাখছেন, ‘আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। যেহেতু অনেক দিন ধরে ক্রিকেট খেলছি। কিছুটা হলেও জানি। খুব বেশি জানি, তা বলব না। কিছুটা হলেও বুঝি। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। এখানে উইকেটও ভালো ছিল। অন্যান্য উইকেটের তুলনায় রংপুরের এখানে অনুশীলনের উইকেট খুব ভালো।’

Also Read: বিপিএলে ফিরলেন মুমিনুল

তবে এবারের বিপিএলের উইকেট তেমন ব্যাটিং-বান্ধব নয়। প্রায় প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে বোলারদের উল্লাসনৃত্য। মুমিনুলও ২২ গজে কঠিন চ্যালেঞ্জই প্রত্যাশা করছেন, ‘মনে হচ্ছিল ব্যাটসম্যানদের রান করতে একটু সমস্যা হচ্ছে। বোলাররা উইকেট পাচ্ছে। যেই কন্ডিশন থাকে, সেই কন্ডিশনের ভালোভাবে ব্যবহারের চেষ্টা করছে। ব্যাটসম্যানদের জন্য একটু চ্যালেঞ্জিং হচ্ছে।’