
‘প্রিয় প্রতিপক্ষ’—ক্রিকেটে শব্দযুগল বেশ প্রচলিত। ব্যাটসম্যানদের কথাই ধরুন, তাঁরা ব্যাটিংয়ে নামেন রান করার জন্য। কখনো সফল হন, কখনো হন না।
আবার কখনো কখনো এমন প্রতিপক্ষ পেয়ে যান, যাঁদের বিপক্ষে নামলেই চওড়া হয়ে ওঠে ব্যাট, রানের দেখা মেলে। এভাবে একদিন রেকর্ডও হয়। একজন ব্যাটসম্যান নির্দিষ্ট একটি দলের বিপক্ষে সর্বোচ্চ রান করে ইতিহাসে জায়গা করে নেন
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান কার, তা সবার জানা—শচীন টেন্ডুলকার। ভারতের এই ব্যাটিং জিনিয়াস তিন সংস্করণ মিলিয়ে করেছেন ৩৪৩৫৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ কুমার সাঙ্গাকারার রান ২৮০১৬। বর্তমানে খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির—২৭৫৯৯।
কোহলি যে রকম রানমেশিন হয়ে উঠেছিলেন, একসময় মনে হচ্ছিল, সবাইকে তিনি ছাড়িয়ে যাবেন। কিন্তু টি-টোয়েন্টির পর টেস্টকেও বিদায় জানিয়ে দেওয়া এই ভারতীয় তারকা শুধু ওয়ানডে খেলে আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ রানসংগ্রাহক হবেন, এমন সম্ভাবনা নেই বললেই চলে।
টেন্ডুলকার যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসেরই শীর্ষ রানসংগ্রাহক, তাই কয়েকটি প্রতিপক্ষের বিপক্ষে রানসংখ্যায় তাঁর নাম ওপরের দিকেই আছে, বিশেষ করে ওয়ানডেতে।
এখন পর্যন্ত টেস্ট খেলেছে ১৩টি দল। তবে টেস্ট মর্যাদা আছে ১২ দলের। আইসিসি বিশ্ব একাদশ নামের একটি দল শুধু একটি টেস্ট খেলেছে। ওয়ানডে খেলেছে ২৯ দল আর টি-টোয়েন্টি খেলা দলের সংখ্যা ১০৭। ক্রিকেটপ্রেমীরা যেহেতু টেস্ট খেলুড়ে ১২ দলের ম্যাচই বেশি অনুসরণ করেন, তাই তাঁদের প্রত্যেকের বিপক্ষে কোন সংস্করণে কার রান সবচেয়ে বেশি, এ লেখায় সেটিই তুলে ধরা হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি রান লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার। ২১ ইনিংসে ৯৫.৫৭ গড়ে ১৮১৬ রান করেছেন। আছে সাতটি করে সেঞ্চুরি ও ফিফটি। দ্বিতীয় সর্বোচ্চ ১২৩৯ রান জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলরের; ২৪ ইনিংসে ১২৩৯। টেলরের পরের নামটা দিনেশ চান্ডিমাল, যিনি বাংলাদেশের বিপক্ষে চলমান কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৯৩ রান করেছেন। সেই ইনিংসটি ধরে বাংলাদেশের বিপক্ষে তাঁর টেস্ট রান এখন ১১৫৯।
টেস্টে দুইয়ে থাকলেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে টেলর। ৫৫ ইনিংসে তাঁর রান ১৫০৮। এখনো ওয়ানডে খেলছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান কোহলির—৯৩২।
কোহলির সতীর্থ রোহিত শর্মা টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বানিয়েছেন নিজের প্রিয় প্রতিপক্ষ। ১৩ ইনিংসে রোহিতের রান ৪৭৭। দুইয়ে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। তাঁর রান ৪৪২। এর মানে, রোহিতের চেয়ে কুশল মাত্র ৩৫ রানে পিছিয়ে।
আগামী ১০ জুলাই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে শ্রীলঙ্কা। সে সিরিজের স্কোয়াডে কুশলের থাকার কথা। তিন ইনিংস মিলিয়ে ৩৬ রান করতে পারলেই রোহিতকে ছাড়িয়ে তিনি হবেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানসংগ্রাহক।
আন্তর্জাতিক ক্রিকেটে একটি নির্দিষ্ট দলের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটা টেন্ডুলকারের। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর রান ৬৭০৭। এক প্রতিপক্ষের বিপক্ষে আর কারও ৬০০০ রান নেই। টেন্ডুলকার ভারতের হয়ে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
টেস্টে এক দলের বিপক্ষে সর্বোচ্চ রান অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যানের। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে ৮৯.৭৮ গড়ে করেছেন ৫০২৮ রান। আছে ১৯ সেঞ্চুরি ও ১২ ফিফটি। টেস্টে তিনিই একমাত্র ব্যাটসম্যান, যাঁর এক দলের বিপক্ষে কমপক্ষে ৫০০০ রান আছে।
অবশ্য ব্র্যাডম্যান ইংল্যান্ডের বিপক্ষেই অধিকাংশ ম্যাচ খেলেছেন। ২০ বছরের ক্যারিয়ারে ৫২ টেস্টের মধ্যে ৩৭টিতে প্রতিপক্ষ হিসেবে পান ইংলিশদের। পাঁচটি করে টেস্ট খেলেছেন ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে আট বছর খেলতে পারেননি। নয়তো রানসংখ্যা নিশ্চিতভাবেই বাড়ত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট রান ইংল্যান্ডের স্যার জ্যাক হবসের—১২ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে ৩৬৩৬। তিনিও ক্যারিয়ারজুড়ে অস্ট্রেলিয়ানদের বিপক্ষে বেশি টেস্ট খেলেছেন—৬১টির মধ্যে ৪১টি।
হবসের ক্যারিয়ার ছয় বছরের জন্য থমকে গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের কারণে। নয়তো অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর রানও অনেক বেশি হতে পারত। হবসের পরই টেন্ডুলকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে টেন্ডুলকারের রান ৩৬৩০, হবসের চেয়ে মাত্র ৬ রান কম।
এক প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানদের তালিকায় একজন বাংলাদেশিও আছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে তামিম ইকবালের রান ১৯৪৭, যা এই সংস্করণে সর্বোচ্চ। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ক্রিস গেইল ও সাকিব আল হাসানের। জিম্বাবুইয়ানদের বিপক্ষে দুজনই করেছেন সমান ১৫৪৯ রান করে।
এক দলের বিপক্ষে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন, এমন বাংলাদেশিও আছেন। তিনি বাংলাদেশের সদ্য সাবেক টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণের নবীন দল আফগানিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি ৫১৮ রান জিম্বাবুয়ের শন উইলিয়ামসের, দ্বিতীয় সর্বোচ্চ নাজমুলের রান ২৭০।