Thank you for trying Sticky AMP!!

সাকিব আল হাসানের অধিনায়কত্বে বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ দল

বিশ্বকাপ–ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে বিসিবির বিশেষ কমিটি গঠন

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে বিসিবি। এই কমিটির সদস্য বিসিবির তিন পরিচালক এনায়েত হোসেন, মাহবুব আনাম ও আকরাম খান।

Also Read: তাইজুল ও মিরাজের উইকেট, দাঁড়িয়ে যাচ্ছেন উইলিয়ামসন

আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটির মূল লক্ষ্য বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ খুঁজে বের করা এবং তা ক্রিকেট বোর্ডে পেশ করা।

বিসিবির বিশেষ কমিটিতে রয়েছেন আকরাম খান

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অষ্টম হয়েছে বাংলাদেশ। ৯ ম্যাচ খেলে বাংলাদেশ দলের জয় মাত্র ২টি। শুধু আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারাতে পেরেছে সাকিব আল হাসানের দল। শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি বাংলাদেশকে ২০২৫ সালে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ করে দিয়েছে।

Also Read: ৩১০ রানেই থামল বাংলাদেশ