Thank you for trying Sticky AMP!!

রুপগঞ্জ টাইগার্সের হয়ে সেঞ্চুরি করেছেন শামসুর রহমান

শামসুরের শতকে বেঁচে রইল রূপগঞ্জ টাইগার্সের আশা

গাজী টায়ার্সের বিপক্ষে রেলিগেশন লিগের প্রথম ম্যাচ হেরেই অবনমন হয়েছিল সিটি ক্লাবের। আজ রেলিগেশন লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৮৭ রানে হেরেছে দলটি।

২৯ এপ্রিল রেলিগেশন লিগের সর্বশেষ ম্যাচে মুখোমুখি হবে গাজী টায়ার্স ও রূপগঞ্জ টাইগার্স। দুই দলের সমান ৬ পয়েন্ট হওয়ায় রেলিগেশন লিগের শেষ ম্যাচে যে দল জিতবে, তারা অবনমন এড়িয়ে প্রিমিয়ার লিগে থেকে যাবে। পরাজিত দল সিটি ক্লাবের সঙ্গী হয়ে নেমে যাবে প্রথম বিভাগে।

রূপগঞ্জকে প্রতিযোগিতায় টিকিয়ে রেখেছেন দলটির অধিনায়ক শামসুর রহমান। সিটি ক্লাবের বিপক্ষে রাউন্ড রবিন লিগের ম্যাচে শতক করেছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। আজ বিকেএসপিতে একই প্রতিপক্ষের বিপক্ষে ১১৫ বলে করেছেন ১০১ রান। শামসুরের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সপ্তম শতকটি সাজানো ৪টি চার ও ৫টি ছক্কায়। এ ছাড়া ৬৩ বলে ৫৯ রান করেছেন সালমান হোসেন। দুজনের সৌজন্যে রূপগঞ্জ ৪৯.৫ ওভারে ২৫৭ রানে অলআউট হয়।

রান তাড়ায় ৫৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে সিটি ক্লাব। সেখান থেকে সিটি ক্লাবের ইনিংস ৪১.১ ওভার পর্যন্ত গেছে মইনুল ইসলামের সৌজন্যে। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে সিটি ক্লাব করেছে ১৭০ রান। মইনুল সর্বোচ্চ ৫২ রান করেছেন। রূপগঞ্জের হয়ে সোহাগ গাজী ও মহিউদ্দিন তারেক ৩টি করে উইকেট নিয়েছেন। ম্যাচসেরা হয়েছেন শামসুর।

সংক্ষিপ্ত স্কোর

রূপগঞ্জ টাইগার্স: ৪৯.৫ ওভারে ২৫৭ (শামসুর ১০১, সালমান ৫৯; ইফরান ৩/৫১, মইনুল ২/৪৬)।

সিটি ক্লাব: ৪১.১ ওভারে ১৭০ (মইনুল ৫১, মাহফুজুর ২৯; সোহাগ ৩/৩৪, তারেক ৩/২৪)

ফল: রূপগঞ্জ টাইগার্স ৮৭ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: শামসুর রহমান।