
ভারত-পাকিস্তান ‘যুদ্ধ’ শুরু হয়ে শেষও হয়ে গেছে। তবে দুই প্রতিবেশীর সংঘাতের উত্তাপ রয়ে গেছে এখনো। কাল থেকে শুরু বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজেও প্রভাব পড়ছে সেই আঁচের। পিএসএলের শেষ ভাগের মতো বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের সিরিজেও যে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।
ভারত ও পাকিস্তান সংঘাত শুরু হওয়ার পর সাময়িকভাবে স্থগিত হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ‘যুদ্ধ’ থামার পর পিএসএল আবারও শুরু হয়ে শেষও হয়েছে। তবে বিরতির পর আর ডিআরএস প্রযুক্তি ব্যবহৃত হয়নি পিএসএলে। কারণ, ডিআরএস চালানোর কর্মীরা আর পাকিস্তানে ফেরেননি। এই কর্মীদের বেশির ভাগই আবার ভারতীয়।
ডিআরএস না থাকার প্রভাব পড়েছে পিএসএলের ফাইনালে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক সৌদ শাকিলকে ‘ভুল’ করে কট বিহাইন্ড দেওয়া হয়েছে। টিভি রিপ্লেতে বল ও ব্যাটের মধ্যে ফাঁকা জায়গা দেখালেও ডিআরএস না থাকায় সিদ্ধান্ত বদলানো যায়নি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে তিন টি–টোয়েন্টির বাংলাদেশ–পাকিস্তান সিরিজ। সিরিজ শুরু হওয়ার ঠিক আগে আজ জানা গেছে, হকআই প্রযুক্তি যারা চালায়, তাদের এই তিন ম্যাচে পাচ্ছে না পিসিবি। এ কারণেই লাহোরে অনুষ্ঠেয় ২৮ মে, ৩০ মে ও ১ জুনের ম্যাচগুলোতে থাকছে না ডিআরএস। পিসিবি সূত্র জানিয়েছে, বাংলাদেশ দলকেও জানিয়ে দেওয়া হয়েছে ডিআরএস না থাকার খবরটি।