
উইকেটকিপারের গ্লাভস আর প্যাড পরে দুই দল থেকে দুজনই দাঁড়ান। কিন্তু এক ওয়ানডেতে সর্বোচ্চ কতজন উইকেটকিপার খেলেছেন? ক্রিকেট পরিসংখ্যান ঘেঁটে এমন কিছু পাওয়া যায়নি। তবে চ্যাম্পিয়নস ট্রফির আজকের অস্ট্রেলিয়া–ইংল্যান্ড ম্যাচের মতো ঘটনা এর আগে ঘটেছে কি না, কে জানে!
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের এই ম্যাচে যে উইকেটকিপারের মেলাই বসেছে। ভাবতে পারেন, এক ম্যাচে দুই দল মিলিয়ে খেলছেন সাতজন উইকেটকিপার! ইংল্যান্ড দলে চারজন—জস বাটলার, জেমি স্মিথ, ফিল সল্ট ও বেন ডাকেট। অস্ট্রেলিয়া দলে তিনজন—জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি ও ট্রাভিস হেড। এঁদের মধ্যে ইংল্যান্ডের ডাকেট ও অস্ট্রেলিয়ার হেড এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটকিপার হিসেবে খেলেননি। তবে ঘরোয়া ক্রিকেটে কিপিং করার ভালো অভিজ্ঞতাই আছে দুজনের।
এ দুজনের বাইরে অন্য যে পাঁচজন উইকেটকিপার এ ম্যাচে খেলছেন, তাঁদের মধ্যে উইকেটকিপার হিসেবে সবচেয়ে অভিজ্ঞ বাটলার। ইংল্যান্ড অধিনায়ক বাটলার ৫৭ টেস্টের ক্যারিয়ারে উইকেটকিপার হিসেবে খেলেছেন ৩৭ ম্যাচে। ওয়ানডেতে ১৮৫ ম্যাচের মধ্যে ১৮০টিতেই কিপিং করেছেন বাটলার। টি–টোয়েন্টিতে ১৩৪ ম্যাচের মধ্যে ১০৬টিতে।
এ ম্যাচে ইংল্যান্ড দলে উইকেটকিপিং করছেন জেমি স্মিথ। এই নিয়ে ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে খেলা স্মিথ টেস্ট খেলেছেন নয়টি। সব কটি ম্যাচেই উইকেটকিপার হিসেবে খেলেছেন তিনি। ২ ম্যাচের টি–টোয়েন্টি ক্যারিয়ারে কিপিং করেছেন একটিতে। ফিল সল্ট টেস্ট খেলেননি। এ ম্যাচের আগে খেলা ৩০ ওয়ানডের ৬টি এবং ৪৩ টি–টোয়েন্টির ২০টিতে উইকেটকিপিং করেছেন।
সল্টকে আজ ভালো এক ক্যাচে ফিরিয়েছেন ক্যারি, তিনি ক্যাচ নিয়েছেন ইংল্যান্ডের এই ম্যাচের কিপার স্মিথেরও। হ্যারি ব্রুককে ফেরানো ক্যাচটিও ক্যারির। এই ম্যাচে এতগুলো ক্যাচ নেওয়া ক্যারি অবশ্য আজ অস্ট্রেলিয়া দলে কিপার হিসেবে খেলছেন না। অস্ট্রেলিয়া দলে আজ কিপিং করছেন ইংলিস। অস্ট্রেলিয়ার তরুণ এই উইকেটকিপার টেস্ট খেলেননি। এর আগে খেলা ২৭ ওয়ানডের ২২টিতেই খেলেছেন কিপার হিসেবে। ২৯ টি–টোয়েন্টির ১৩টিতেও করেছেন কিপিং।
ক্যারি ৩৯ টেস্টের সব কটিতেই খেলেছেন কিপার হিসেবে। আজকের ম্যাচের আগে খেলা ৭৭ ওয়ানডের ৭৪টিতেই দাঁড়িয়েছেন উইকেটের পেছনে, ৩৮ টি–টোয়েন্টির ৩০টিতে করেছেন কিপিং।