Thank you for trying Sticky AMP!!

আজও ৪ উইকেট নিয়েছেন তাইজুল

আমাকে বুড়ো বানিয়ে দিয়েন না

তাইজুল ইসলাম তাঁর টেস্ট উইকেট সংখ্যাটা নিয়ে গেছেন ১৮৫-তে। যেখান থেকে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক খুব দূরের লক্ষ্য মনে হচ্ছে না। সাকিব না থাকলে বাংলাদেশ টেস্ট দলের বোলিং আক্রমণের নেতৃত্ব তাইজুলের কাঁধেই বর্তায়।

বিষয়টি তাইজুলও বেশ উপভোগ করেন। আজ সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন তাইজুল। উত্তরে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগে।’ কিছুক্ষণ চিন্তা করে এরপর যোগ করেন, ‘কিন্তু বুড়ো বানিয়ে দিয়েন না আবার (হাসি)!’ সংবাদ সম্মেলনের শেষ প্রশ্নই ছিল এটি। তাইজুলের কথা শুনে হাসির রোল পড়ে সংবাদ সম্মেলনের কক্ষে।

Also Read: জয় থেকে ৩ উইকেট দূরে বাংলাদেশ

টেস্ট দলের অন্য স্পিনারদের সঙ্গে তাইজুলের রসায়নটা অন্যরকম। সাকিবের অবর্তমানে মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের সঙ্গে জুটি বেঁধে বোলিং করা নিয়ে তাইজুল বলছিলেন, ‘আমি আমার প্ল্যানেই থাকি। সাকিব ভাই থাকুক আর না থাকুক, আমার সঙ্গে আরও স্পিনাররা আছে। গেম বাই গেম প্ল্যান এ রকম হয়—কেউ উইকেট নেবে, কেউ রান আটকে রাখবে। আমি রান আটকালে হয়তো মিরাজ বা নাঈম উইকেট পেত। যে থাকুক আর না থাকুক, আমরা ভালো খেলছি কি না এটাই জরুরি।’

উইকেট পাওয়ার পর তাইজুলের উল্লাস

এর আগে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে তাইজুল অন্য এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘একজন খেলোয়াড় যখন ৮-১০-১২ বছর খেলে, অবশ্যই অভিজ্ঞতা থাকে। ক্রিকেটে এই অভিজ্ঞতা অনেক কাজে লাগে।’ বাংলাদেশ দল সে অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে কি না তা নিয়ে তাইজুলের উত্তর, ‘অধিনায়ক আর কোচের ওপর নির্ভর করে আমাকে কতটা প্রায়োরিটি দিচ্ছে। প্রায়োরিটি দিলে অবশ্যই চেষ্টা করব সাহায্য করার। সব সময় আমার দরজা খোলা। যেকোনো দরকার হলে আমি করব। অনেকে অনেক সময় বলে কী করা যায়। আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি।’

Also Read: দ্রুত ৩ উইকেট নিয়ে ‘ফেবারিট’ বাংলাদেশ