Thank you for trying Sticky AMP!!

সূর্যকুমার যাদব

আবারও টি-টোয়েন্টির বর্ষসেরা ভারতের সূর্যকুমার

১৭ ইনিংসে ৭৩৩ রান। ৪৮.৮৬ গড়, স্ট্রাইক রেট ১৫৫.৯৫। ২০২৩ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের পরিসংখ্যান। সংখ্যাগুলোই কথা বলছে ভারতীয় ব্যাটসম্যানের টি-টোয়েন্টি ফর্ম এক কথায় দুর্দান্ত। এই পারফরম্যান্স দিয়ে আইসিসির বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হলেন সূর্যকুমার। টানা দ্বিতীয়বার এই সম্মান পেলেন ‘স্কাই’ হিসেবেও পরিচিত সূর্যকুমার।

Also Read: আইসিসির বর্ষসেরা টি–টোয়েন্টি দলে ৪ ভারতীয়, নেই অস্ট্রেলিয়ার কেউ

সেরার নির্বাচনে সংক্ষিপ্ত তালিকায় সূর্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, উগান্ডার আলপেশ রামজানি ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান।

টি–টোয়েন্টিতে গত বছর দারুণ কেটেছে সূর্যকুমারের

শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৭ রানের এক ইনিংস খেলেই ২০২৩ সালটা শুরু করেছিলেন সূর্যকুমার। তবে পরের দুই ইনিংসে ৩৬ বলে ৫১ ও ৫১ বলে ১১২ রান করেন বিস্ফোরক এই ব্যাটসম্যান। এরপর বছরজুড়েই ২০ ওভারের ক্রিকেটে চলেছে সূর্যকুমারের রাজত্ব। বছরের শেষ দিকে তো ভারতের টি-টোয়েন্টি দলে অধিনায়কত্বও করেছেন সূর্য।

Also Read: আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের তালিকায় উগান্ডার রামজানি

আজ মেয়েদের টি-টোয়েন্টির বর্ষসেরার নামও ঘোষণা করেছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথুস হয়েছেন বর্ষসেরা নারী টি-টোয়েন্টি খেলোয়াড়। অস্ট্রেলিয়ার এলিস পেরি, ইংল্যান্ডের সোফি একলস্টোন ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে পেছনে ফেলেছেন ২০২৩ সালে ১৪ ম্যাচে ৭০০ রান করার পাশাপাশি ১৯ উইকেট নেওয়া ম্যাথুস।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার হেইলি ম্যাথুস

২০২৩ সালের সহযোগী দেশের সেরা ক্রিকেটারদের নামও আজ ঘোষণা করেছে আইসিসি। মেয়েদের বিভাগে সেরা হয়েছেন কেনিয়ার কুইন্টর অ্যাবেল। সহযোগী দেশের সেরা পুরুষ খেলোয়াড় হয়েছেন নেদারল্যান্ডসের বাস ডি লিডি।

Also Read: ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে নেই অ্যান্ডারসন