সেঞ্চুরির পর মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল
সেঞ্চুরির পর মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি নবীর ছেলের

বাবা মোহাম্মদ নবীর তারকাখ্যাতি দুনিয়াজুড়ে। স্বীকৃত ক্রিকেটের মঞ্চে পা দেওয়ার আগেই তাই তাঁকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা, তৈরি হয়েছে প্রত্যাশার চাপও। প্রত্যাশা পূরণ করার একটা বার্তা অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেকেই দিলেন নবীর ছেলে হাসান ইসাখিল। অভিষেকে সেঞ্চুরি করেছেন হাসান।

আফগানিস্তানের আহমেদ শাহ আবদালি টুর্নামেন্টে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে হাসানের। মাইওয়ান্দ চ্যাম্পিয়নসের বিপক্ষে হিন্দুকুশ স্ট্রাইকার্সের হয়ে সেঞ্চুরি করেছেন ১৮ বছর বয়সী হাসান।  

ম্যাচের প্রথম ইনিংসে অবশ্য ২৪ রানেই থেমে গিয়েছিলেন হাসান, তাঁর দলও ১৯৭ রানের বেশি করতে পারেনি। প্রথম ইনিংসে ৩০ রানের লিড নিয়েছিল মাইওয়ান্দ। দ্বিতীয় ইনিংসে উসমান নুরীকে নিয়েই উদ্বোধনী জুটিতে ১৬৮ রান যোগ করেন হাসান। ১২৪ বলে তিন অঙ্কের ওই জাদুকরি সংখ্যাটা ছুঁয়ে ফেলেন। শেষ পর্যন্ত ১৩৮ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০৫ রান করে জিয়া উর রেহমানের বলে এলবিডব্লু হন।

দু্ই ছেলের সঙ্গে মোহাম্মদ নবী

হাসানের বাবা নবীর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি দুটি। ২০০৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের দুই ইনিংসে ৪৩ ও ১৮ রান করেছিলেন নবী। ঘরোয়া ক্রিকেটে নয়, নবী প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ম্যাচটি খেলেছিলেন মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসির হয়ে। ইংল্যান্ডের আরুনডেলে এমসিসির প্রতিপক্ষ ছিল সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দল।

নবীর ছেলে হাসান অবশ্য এই সেঞ্চুরির আগেও কয়েকবার আলোচনায় এসেছিলেন। ২০২৩ সালে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৩২ বলে ফিফটি করেন হাসান। পরের বছর আফগানিস্তানের হয়ে যুব বিশ্বকাপ খেলেছেন। ওই বছরই টি-টোয়েন্টিতে ৪৫ বলে ১৫০ রানের ইনিংস খেলেও নজরে এসেছিলেন।

এ বছরের শুরুতে মোহাম্মদ নবী জানিয়েছিলেন, ছেলের সঙ্গে খেলার স্বপ্ন আছে তাঁরও। এখনো ভালোভাবেই ক্রিকেট চালিয়ে যাওয়া নবীর এই স্বপ্নপূরণ এখন আর খুব বেশি দূরে নয়।

শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের ছেলেও প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন

বিখ্যাত বাবার ছেলের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সেঞ্চুরির ঘটনায় হাসানই প্রথম নন। তাঁর আগে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারও অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন। সিনিয়র টেন্ডুলকারও প্রথম শ্রেণির অভিষেকে সেঞ্চুরি করেছিলেন। ১৯৮৮ সালে ১৫ বছর বয়সে মুম্বাইয়ের হয়ে গুজরাটের বিপক্ষে রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেকে সেঞ্চুরি করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার।

ওই ঘটনার ৩৪ বছর পর ২০২২ সালে ২৩ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় অর্জুনের। গোয়ার হয়ে রাজস্থানের বিপক্ষে ২০৭ বলে ১২০ রান করেছিলেন তিনি।