ইংরেজিতে ‘মেস’ নামে পরিচিত এই গদার এক প্রান্তে ভারী মাথা থাকে
ইংরেজিতে ‘মেস’ নামে পরিচিত এই গদার এক প্রান্তে ভারী মাথা থাকে

বাভুমার হাতে ওঠা গদা আসলে কী, কী আছে এতে

একটা ট্রফি। আবার শিল্ডও দেওয়া হয়। আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমার হাতে অবশ্য ট্রফি বা শিল্ড দেওয়া হয়নি। দেওয়া হয়েছে একটি গদা। সোজা বাংলায় বললে ‘মুগুর’। ইংরেজিতে ‘মেস’ নামে পরিচিত এই গদার এক প্রান্তে ভারী মাথা থাকে। বিভিন্ন যুদ্ধবিগ্রহে যা অস্ত্র হিসেবেও ব্যবহারের ইতিহাস আছে।

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা অবশ্য গদাটি হাতে পাওয়ার পর উদ্‌যাপন করেছেন একটু ভিন্নভাবে। দুই হাতের তালুতে নিয়ে ওপরে–নিচে তো করেছেনই, উদ্‌যাপনের একপর্যায়ে তা দিয়ে বন্দুকের মতো করে গুলিও করতে চাইলেন তিনি। যেন অস্ত্র হাতে দাঁড়িয়ে শত্রুকে খতম করতে চাইছেন। কিন্তু জিনিসটা আসলে কী, কীভাবে তৈরি হয়েছে আর কী আছে ভেতরে—এমন কৌতূহল আছে অনেকেরই।

কারা বানায় এমন ট্রফি

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয় ২০১৯ সালে। কিন্তু এই ট্রফি আরও অনেক পুরোনো। বিশ্বখ্যাত ট্রফি তৈরির প্রতিষ্ঠান থমাস লেটের ডিজাইনার ট্রেভর ব্রাউন ২০০০ সালে প্রথম এটি তৈরি করেন। ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে যে ট্রফিটি দেওয়া হয়, তা–ও প্রতিষ্ঠানটির লন্ডন ওয়ার্কশপে তৈরি করা হয়।

এমন ট্রফি তৈরির ভাবনা আসে মূলত রোমাঞ্চকর এক ম্যাচের পর এক ক্রিকেটারকে স্টাম্প তুলে উদ্‌যাপন করতে দেখে। তখনই ডিজাইনার ব্রাউনের মাথায় আসে, এমন কিছুর ওপর ভিত্তি করে ট্রফিটি তৈরি করলে তা আলাদা কিছু হতে পারে।

এই ট্রফিটি দেওয়ার প্রচলনও অবশ্য আগে থেকেই ছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগে তা দেওয়া হতো বার্ষিক টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলকে। এখন তা-ই পেয়ে থাকেন চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতা দলের অধিনায়ক।

সন্তানকে নিয়েও উদযাপন করেছেন বাভুমা

কী দিয়ে তৈরি, কী আছে

টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ট্রফি তৈরি হয়েছে মূলত স্টার্লিং সিলভার ও সোনার প্রলেপযুক্ত ধাতু দিয়ে। শক্ত কাঠেরও ব্যবহার আছে এটিতে। ট্রফিতে লম্বা যে হাতলটি দেখা যায়, তা দিয়ে ক্রিকেট খেলার স্টাম্পকে বোঝানো হয়েছে।

ওই হাতলের ওপর একটি রুপালি-সোনালি লরেল ব্যান্ড ঘুরতে ঘুরতে ওপরে উঠেছে—এটি সাফল্যের প্রতীক। হাতলের মাথায় গোল ক্রিকেট বল, যার ওপর আছে পৃথিবীর মানচিত্র। ট্রফি প্রস্তুতকারক প্রতিষ্ঠান থমাস লাইটের সিইও এবং প্রতিষ্ঠাতা কেভিন বেকার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এটি ক্রিকেটের আন্তর্জাতিক পরিসর এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপকে প্রতিফলিত করে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে উদযাপন করছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা

এটা কি অন্য ট্রফিগুলোর চেয়ে আলাদা

সাধারণত দেখা যায়, যেকোনো ট্রফির দুদিকে দুটি হাতল থাকে। তা ধরেই ট্রফি উঁচিয়ে ধরেন খেলোয়াড়েরা। ভিন্ন ডিজাইনের ট্রফিও মাঝেমধ্যে দেখা যায়। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে দেওয়া এই ট্রফি সেসবের চেয়ে একদম আলাদা।

বিশেষত ট্রফির ওপরে মানচিত্রের ওই অংশ তৈরি করতে বেশ কষ্টই করতে হয় নির্মাতাদের। ৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে রডগুলোকে বৈশ্বিক মানচিত্রের আকৃতি দেওয়া হয়। ট্রফির মাথায় টেস্ট খেলুড়ে প্রতিটি দেশের প্রতীক দেওয়া আছে। ভবিষ্যতে যদি নতুন কোনো দেশ তাতে যুক্ত হয়, সেই জায়গাও রাখা হয়েছে ওখানে।

এখন পর্যন্ত কারা জিতেছে এই ট্রফি

টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত তিনটি ফাইনাল হয়েছে, সব কটিই ইংল্যান্ডের মাটিতে। যদিও তারা কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলতে পারেনি। ২০২১ সালে প্রথম আসরের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে নিউজিল্যান্ড। পরের আসরে ভারত হারে অস্ট্রেলিয়ার কাছে। এবার সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছর ধরে কোনো বৈশ্বিক শিরোপা জিততে না পারার আক্ষেপ ঘুচিয়েছে দক্ষিণ আফ্রিকা। দলটির অধিনায়ক টেম্বা বাভুমা উঁচিয়ে ধরেছেন গদা।