সেঞ্চুরি করে মোহামেডানকে জিতিয়েছেন মেহেদী হাসান মিরাজ
সেঞ্চুরি করে মোহামেডানকে জিতিয়েছেন মেহেদী হাসান মিরাজ

ঢাকা প্রিমিয়ার লিগ

তামিমকে মিরাজদের জয় উপহার

টসের পর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অধিনায়ক তামিম ইকবাল হাসপাতালে। এমন সময় তো মনঃসংযোগ ধরে রাখাই দায়। তবু মোহামেডান আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে শুধু খেলেইনি, জিতেছেও বড় ব্যবধানে। তামিমের অসুস্থতার দিনে অন্য দুই ম্যাচে জিতেছে লিগের শীর্ষ দল আবাহনী ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

তামিমের মোহামেডানের জয়ের নায়ক মিরাজ

বিকেএসপির তিন নম্বর মাঠে টসে হেরে ফিল্ডিংয়ে পেয়েছিলেন তামিম। এরপর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয় মোহামেডান অধিনায়ককে। অধিনায়ক ছাড়াই ফিল্ডিং করে শাইনপুকুরকে ২২৩ রানে অলআউট করে মোহামেডান। ওপেনার মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ভর করে রানটা ৪৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় মোহামেডান। অষ্টম ম্যাচে মোহামেডানের এটি ষষ্ঠ জয়। দলটি আছে পয়েন্ট তালিকার দুইয়ে।

রনি তালুকদারের সঙ্গে উদ্বোধনী জুটিতেই ১৬৪ রান যোগ করেন মিরাজ। এই রানের ১০৩-ই করেছেন মিরাজ। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি, ঢাকা লিগে প্রথম। ৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১০৩ রান করা মিরাজই আউট হয়েছেন সবার আগে। রনি ফেরেন দলকে ১৭৪ রানে রেখে ব্যক্তিগত ৬১ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে। মাহিদুল, সাইফউদ্দিন ও নাসুমরা বাকি কাজটা সারেন।

এর আগে ১০৭ রানেই শাইনপুকুরের ৭ উইকেট তুলে নিয়েছিল মোহামেডান। এরপর শরীফুল ইসলামকে (৫৭) নিয়ে শাইনপুকুর অধিনায়ক রাইয়ান রাফসান (৭৭) ৭৭ রানের জুটি গড়েন। মোহামেডানের বাঁহাতি স্পিনার তাইজুল ৪৪ রানে ৩ উইকেট নিয়েছেন।

পারভেজের সেঞ্চুরি, আবাহনীর সপ্তম জয়

সেঞ্চুরির পর আবাহনীর পারভেজ হোসেন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ধানমন্ডি স্পোর্টস ক্লাব করে ৯ উইকেটে ২০১ রান। রানটা ১০.৪ ওভার ও ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে আবাহনী। দলটির ওপেনার পারভেজ হোসেন ১৩৩ বলে ১২৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৩টি চার ও ৫ ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। পারভেজ ছাড়া আবাহনীর হয়ে ফিফটি পেয়েছেন মোসাদ্দেক হোসেন (৫৪)। ধানমন্ডির অফ স্পিনার এনামুল হক ৪০ রানে নিয়েছেন ৪ উইকেট।

এর আগে ধানমন্ডির হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন ফজলে রাব্বি। এ ছাড়া জিয়াউর রহমান ৫৭ রান করেছেন। আবাহনীর ফাস্ট বোলার নাহিদ রানা ও স্পিনার রাকিবুল হাসান নেন ৪টি করে উইকেট।

সাব্বির-ইরফানের সেঞ্চুরি, প্রাইম ব্যাংকের পঞ্চম জয়

৯৪ বলে ১০৭ রান করেছেন প্রাইম ব্যাংকের অধিনায়ক ইরফান শুক্কুর

ওপেনার সাব্বির হোসেন (১২১ বলে ১০২) ও অধিনায়ক ইরফান শুক্কুরের (৯৪ বলে অপরাজিত ১০৭) সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩২১ রান করে প্রাইম ব্যাংক। ইনিংসের শেষ দিকে ৩৩ বলে ৪৮ রান করেন শাহাদাত হোসেন।

রান তাড়ায় অধিনায়ক ইমরুল কায়েস (১১৫ বলে ১১৬) সেঞ্চুরি পেলেও ২৮৭ রানে অলআউট হয়ে ৩৪ রানে হেরেছে অগ্রণী ব্যাংক। প্রাইম ব্যাংকের দুই স্পিনার রিশাদ হোসেন ও আরাফাত সানি নিয়েছেন ৩টি করে উইকেট।