Thank you for trying Sticky AMP!!

পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনিস

অস্ট্রেলিয়ার কাছে হারের পর ওয়াকার, ‘আমাকে শুধু পাকিস্তানি বলবেন না’

ওয়াকার ইউনিস পাকিস্তানি কিংবদন্তি। ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা পেসার। কিন্তু গতকাল পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ শেষে সম্প্রচারক চ্যানেল স্টার স্পোর্টসে ওয়াকারের একটি মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে। ওয়াকারের দাবি, ‘আমাকে শুধু পাকিস্তানি বলবেন না!’

Also Read: এ বছর প্রথম ১০ ওভারে পাকিস্তানের শূন্য ছক্কা, বাংলাদেশের কত

অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের ৬২ রানে হারের পর মাঠে স্টার স্পোর্টসের ম্যাচ–পরবর্তী বিশ্লেষণ করছিলেন ওয়াকার। তাঁর সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার দুই সাবেক ক্রিকেটার শেন ওয়াটসন ও অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়া জেতায় স্বাভাবিকভাবেই ওয়াটসন ও ফিঞ্চ খোশমেজাজে ছিলেন। এ সময় ওয়াকার মজা করে বলেছেন, ‘আমি অর্ধেক অস্ট্রেলিয়ান। আমাকে শুধু পাকিস্তানি বলবেন না।’ ওয়াকারের এই মন্তব্য এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

গতকাল পাকিস্তান–অস্ট্রেলিয়া ম্যাচের পর স্টার স্পোর্টসের ম্যাচ পরবর্তী বিশ্লেষণে ছিলেন ওয়াকার ইউনিস

পাকিস্তানের পাঞ্জাবে বুরেওয়ালা অঞ্চলে জন্ম ওয়াকার। খেলোয়াড়ি জীবনে তাঁকে ‘বুরেওয়ালা এক্সপ্রেস’ নামেও ডাকা হতো। তবু ওয়াকার কেন নিজেকে ‘অর্ধেক অস্ট্রেলিয়ান’ দাবি করলেন, সেই প্রশ্নের উত্তর হলো, ওয়াকার বিয়ে করেছেন পাকিস্তানি ও অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত চিকিৎসক ফারইয়ালকে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ক্যাসল হিল শহরে তাঁর পরিবার বসবাস করে। এ দম্পত্তির তিন সন্তান। এক ছেলে ও দুই মেয়ে।

Also Read: ‘পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানই ফেবারিট’

পাকিস্তানের হয়ে ৮৭ টেস্টে ৩৭৩ উইকেট ও ২৬২ ওয়ানডেতে ৪১৬ উইকেট নেওয়া ওয়াকার বিশ্বকাপে ধারাভাষ্য প্যানেলের সদস্য হিসেবে এখন ভারতে অবস্থান করছেন। এ ছাড়া সম্প্রচারক চ্যানেলে বিশেষজ্ঞ মতামতও দিচ্ছেন।