Thank you for trying Sticky AMP!!

গুজরাট টাইটানসের নতুন অধিনায়ক শুবমান গিল

গুজরাটের নতুন অধিনায়ক শুবমান গিল

শুবমান গিল, নাকি রশিদ খান—শেষ পর্যন্ত গিলকেই বেছে নিয়েছে গুজরাট টাইটানস। হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানসে চলে যাওয়ায় গুজরাটের নতুন অধিনায়ক হয়েছেন ভারতের ২৪ বছর বয়সী ওপেনার। সিনিয়র পর্যায়ের ক্রিকেটে এটিই গিলের প্রথম অধিনায়কত্ব।

২০২২ সালে গুজরাটে যোগ দিয়েছিলেন গিল। গত দুই বছরে তাঁর মধ্যে নেতৃত্বের ছাপ দেখা গেছে জানিয়ে গুজরাটের ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কি বলেন, ‘শুধু ব্যাট হাতেই নয়, তাকে আমরা নেতৃত্বের দিক থেকেও পরিণত হতে দেখেছি। মাঠের ভেতরে তার অবদান গুজরাট টাইটানসকে অদম্য শক্তিতে পরিণত করতে ভূমিকা রেখেছে।’

দুই মৌসুম আইপিএলে খেলা গুজরাট প্রথম বছর হয় চ্যাম্পিয়ন, পরের বছর রানার্সআপ। দুই আসরেই লিগ পর্বে সবচেয়ে বেশি পয়েন্ট তুলেছিল গুজরাট। এমন একটি দলের নেতৃত্ব পেয়ে গিল তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘গুজরাট টাইটানসের অধিনায়কত্ব পেয়ে আমি অভিভূত এবং গর্বিত। এমন দারুণ একটি দল আমার নেতৃত্বে আস্থা রাখায় আমি ধন্যবাদ জানাই। আমরা দুটি অসাধারণ মৌসুম কাটিয়েছি। সামনেও রোমাঞ্চকর ব্র্যান্ডের ক্রিকেট খেলতে মুখিয়ে আছি।’

দুই মৌসুম গুজরাটে খেলে মুম্বাই ইন্ডিয়ানসে চলে গেছেন হার্দিক পান্ডিয়া

এ দিকে পান্ডিয়াকে স্বাগত জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। ২০১৫ সালে মুম্বাই দিয়ে আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল পান্ডিয়ার। ২০২১ আইপিএলের পর মুম্বাই তাঁকে ছেড়ে দিলে গুজরাট কিনে নেয়। এখন ‘ট্রেডিং উইন্ডো’র শেষ দিনে আবার তাঁকে গুজরাট থেকে কিনে নিয়েছে মুম্বাই। আইপিএলের ৫ ট্রফি জেতা দলটির বিবৃতিতে লেখা হয়, ‘হার্দিকের প্রত্যাবর্তন মুম্বাইয়ের ‘এক পরিবারে’ ফিরে আসা। যেখানে আছে রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, ঈশান কিষানরা। সে মুম্বাইয়ে প্রথম এসেছিল সম্ভাবনা জাগিয়ে, এরপর ভারতের দলে অভিষেক হয়।’