Thank you for trying Sticky AMP!!

স্পিনের বিরুদ্ধে সমস্যা বাবর

বাবর স্পিন খেলতে পারছেন না কেন, যা বললেন রমিজ রাজা

বাবর আজম স্পিন খেলতে পারছেন না!

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা তেমনটিই মনে করেন। গতকাল কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের বলে মাত্র ৯ রান করে ফেরেন পাকিস্তান অধিনায়ক।

স্টার স্পোর্টসে বিশ্বকাপ বিশ্লেষক হিসেবে আলাপকালে বাবরের এই দুর্বলতার বিষয়ে কথা বলেছেন রমিজ। তিনি মনে করেন, ধীরগতির উইকেটে স্পিন বোলিং ভালোভাবে খেলতে বাবরের আরও কিছু শট বেশি করে খেলা উচিত। এর মধ্যে আছে সুইপ। খুব ভালো মানের স্পিন বোলিংয়ে ধীরগতির উইকেটে সুইপ খুব ভালো কাজে আসে বলে মনে করেন রমিজ।

রমিজ মনে করেন বাবরের এখন একটা বড় ইনিংস দরকার

রমিজের বলেন, ‘বাবরের ব্যাটিংয়ে খুঁত খুঁজলে দেখা যাবে, স্পিন বোলিংয়ের বিপক্ষে ইনিংসের শুরুতে বাবর কিছুটা দুর্বল। সে পেস বোলিংও আগের মতো ভালো খেলতে পারছে না। আমি জানি না, এর কারণ কী! তার পায়ের ব্যবহারে সমস্যা থাকতে পারে। এটা তার মানসিক ব্যাপার কি না, জানি না। তার কাছে হয়তো শটের খুব বেশি বিকল্পও নেই। তাকে আমি সুইপ খেলতে দেখছি না। ধীরগতির উইকেটে ব্যাটসম্যানদের সুইপ খেলা উচিত।’

বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন রমিজ রাজা

মেরে খেলতে গেলেই বাবর আউট হচ্ছেন বলে মনে করেন রমিজ। একই সঙ্গে পেস ও স্পিনের বিপক্ষে টানা আক্রমণাত্মক খেলে যাওয়াতেও সমস্যা খুঁজে পেয়েছেন পিসিবির সাবেক চেয়ারম্যান, ‘যখনই সে একটু আগ্রাসী হচ্ছে, তখনই সে আউট হয়ে যাচ্ছে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে একটা বিশাল ছক্কা হাঁকিয়ে সে আউট হয়ে গেল। আউটের সময়টা মোটেও ঠিক ছিল না। ব্যাপারটা অনেকটা এমন, আত্মবিশ্বাসী হয়ে উঠেও পারছে না সে। তার এখন একটা শতরান দরকার। যেটিতে সে স্পিন, পেস দুটিই ভালো করবে। আরাম করে খেলবে। এটা ঠিক যে সে একেবারেই অফ ফর্মে নায়। বল তার ব্যাটে আসছে। কিন্তু যখনই স্পিন বোলিং আসছে, সে গুলিয়ে ফেলছে।’

বিশ্বকাপে পাকিস্তানের সাত ম্যাচের পাঁচটিতেই বাবর স্পিনারদের বলে আউট হয়েছেন। এখন পর্যন্ত পাকিস্তান অধিনায়ক ২১৬ রান করেছেন। তিনটি অর্ধশতক পেয়েছেন তিনি। ব্যাটিং গড় ৩০.৮৫।