মে মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৪০ রান করেছিলেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর
মে মাসে বাংলাদেশের বিপক্ষে  সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৪০ রান করেছিলেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর

নাজমুল বা বাবর নন, আইসিসির মাসের সেরা টেক্টর

বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন ও পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে হারিয়ে আইসিসি মে মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। ২৩ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান আইসিসি মাসসেরা হওয়া প্রথম আইরিশ পুরুষ ক্রিকেটার।

মেয়েদের ক্রিকেটে মে মাসের সেরা হয়েছেন থাইল্যান্ডের থিপাচা পুথাওং। এ নিয়ে টানা দ্বিতীয় মাসে থাই মেয়েদের হাতে উঠল মাসসেরা ক্রিকেটারের পুরস্কার। এপ্রিলে সেরার স্বীকৃতি পেয়েছিলেন পুথাওংয়ের সতীর্থ নারুয়েমল চাইওয়াই।

আজ আইসিসির ওয়েবসাইটে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ছেলেদের ক্রিকেটে মে মাসে তিনটি ওয়ানডে খেলেন টেক্টর। তিনটিই বাংলাদেশের বিপক্ষে। ইংল্যান্ডের চেমসফোর্ডে সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ২১, দ্বিতীয় ম্যাচে ১১৩ বলে ১৪০ এবং তৃতীয় ম্যাচে ৪৫ রান করেন টেক্টর। একই সিরিজে বাংলাদেশের নাজমুল খেলেন যথাক্রমে ৪৪, ১১৭ ও ৩৫ রানের ইনিংস। ২–০ ব্যবধানে সিরিজও জেতে বাংলাদেশ।

সেরার মনোনয়নে ছিলেন নাজমুল হোসেন, বাবর আজম ও হ্যারি টেক্টর

এই দুজনের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমও। ২৭ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে তিনি ২ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ২৭৬ রান তোলেন।

ভোটাভুটিতে তিনজনের মধ্য থেকে সেরা বাছাইয়ের বিষয়ে আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘পাকিস্তানের মহাতারকা বাবর আজম ও বাংলাদেশের উদীয়মান তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর কঠিন প্রতিদ্বন্দ্বিতায়’ জিতে প্রথম আইরিশ পুরুষ ক্রিকেটার হিসেবে মাসসেরা হয়েছেন টেক্টর।

মাসসেরার স্বীকৃতি পেয়ে টেক্টর বলেছেন, ‘ক্রিকেট দলগত খেলা। সুতরাং আমার এই পুরস্কার আয়ারল্যান্ড ক্রিকেট দলের উন্নতিরই প্রতিবিম্ব।’