Thank you for trying Sticky AMP!!

আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ মে

রিজার্ভ ডেতে গড়াল আইপিএল ফাইনাল

বৃষ্টির শঙ্কা ছিল আগে থেকেই। তবু নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে হাজির হয়েছিলেন প্রচুর দর্শক। বিপুলসংখ্যক দর্শক ছিলেন টিভি, মোবাইলের স্ক্রিনের সামনেও। তবে বৃষ্টি বাগড়ায় টসই হতে পারেনি শেষ পর্যন্ত।

ভালো খবর হচ্ছে, এমন দিনের জন্যই বরাদ্দ রাখা আছে রিজার্ভ ডে। বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়া আজকের আইপিএল ফাইনালও তাই সরে গেল একদিন।

২০২৩ আইপিএলে গুজরাট টাইটানস-চেন্নাই সুপার কিংস ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল। একই মাঠে, একই সময়ে।

আজ যেহেতু টসই হয়নি, সোমবার ফাইনাল শুরু হবে প্রথম থেকেই।

Also Read: ফাইনাল জিতলে কত পাবেন পান্ডিয়া বা ধোনিরা

আইপিএলের ১৬তম আসরের শিরোপানির্ধারণী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ৮টায়। তবে আহমেদাবাদে প্রবল বৃষ্টি হওয়ায় টসও করা যায়নি। এ ধরনের ক্ষেত্রে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত অপেক্ষা করা হয়। অন্তত ৫ ওভার করে ম্যাচ চালানোর জন্য ‘কাট–অফ টাইম’ ধরা হয়েছিল ১২টা ৩৬। তবে রাত এগারটার পরই নিশ্চিত হয়ে যায়, বৃষ্টি বন্ধ হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করা সম্ভব হবে না। যে কারণে আম্পায়াররা চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং ও গুজরাট কোচ আশিষ নেহরাকে ডেকে আজকের মতো খেলা স্থগিতের কথা জানান।

উভয় কোচ খুশিমনেই হাত মিলিয়েছেন। খেলা পরের দিনে গড়িয়ে যাওয়ায় পুরো ২০ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা বাড়ল।

Also Read: আইপিএল ফাইনালে বৃষ্টির হানা, খেলা না হলে চ্যাম্পিয়ন হবে কারা