Thank you for trying Sticky AMP!!

শাহিন শাহ আফ্রিদির কাছে ওয়ানডে ক্যাপ নেওয়ার পর ইহসানউল্লাহ (ডানে)

ইহসানউল্লাহর ‘ভুল’ চিকিৎসা খতিয়ে দেখবে পিসিবি

পেসার ইহসানউল্লাহর চোট তাদের মেডিকেল বিভাগ ঠিকঠাক সামলেছে কি না, সেটি খতিয়ে দেখতে ‘স্বতন্ত্র মেডিকেল বোর্ড’ গঠন করেছে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)। পিসিবির মেডিকেল বিভাগের ‘ভুল’ চিকিৎসায় ইহসানউল্লাহর চোট ‘গুরুতর’ হয়ে উঠেছে, সম্প্রতি এমন অভিযোগ ওঠে।

২০২৩ সালে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে অভিষেক হওয়া ইহসানউল্লাহ সে বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকের ম্যাচে কনুইয়ে চোট পান। এর পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে এ ২১ বছর বয়সী। পিএসএলে দারুণ পারফরম্যান্সের পর জাতীয় দলে নেওয়া হয়েছিল ইহসানউল্লাহকে, তবে ৫ ম্যাচেই থমকে আছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার।

তিনি পিএসএলে যে দলে খেলেন, সেই মুলতান সুলতানসের মালিক সম্প্রতি অভিযোগ তোলেন, পিসিবির চিকিৎসকেরা ইহসানউল্লাহর চোটের সঠিক চিকিৎসা করেননি। তাঁর কনুইয়ের হাড়ে যে চিড় আছে, পিসিবির করানো স্ক্যানে শুরুতে নাকি সেটি ধরাই পড়েনি। কনুইয়ের ওই চিড় নিয়েই ইহসানউল্লাহ জিম করেছিলেন, এমনকি সে সময় বোলিংও করেছেন। পুনরায় করানো স্ক্যানে সে চিড় ধরা পড়ে।

২০২৩ সালে পিএসএলে দারুণ পারফর্ম করেছিলেন ইহসানউল্লাহ

চোট নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর গত সপ্তাহে চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেছেন ইহসানউল্লাহ। সেখানে খেলার চোটের ওপর বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জনকে দিয়ে চিকিৎসা করানো হবে তাঁর। পিসিবি জানিয়েছে, এর পুরো খরচই তারা বহন করবে। এর আগে চোটে পড়ার পর থেকে তাঁর খরচ মুলতান বহন করেছে, এমন দাবিও করা হয় ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে।

Also Read: শাহিন-আমিরদের কাছে পাত্তা পেল না নিউজিল্যান্ড, পাকিস্তানের বড় জয়

এরই মধ্যে স্বতন্ত্র মেডিকেল বোর্ড তৈরি করার ঘোষণা দিয়েছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। আজ এক্সে নিজের অফিশিয়াল আইডি থেকে এক পোস্টে তিনি জানান, মেডিকেল বোর্ডে বিশেষজ্ঞ হিসেবে থাকবেন তিনজন চিকিৎসক। তিনি আরও জানান, ইহসানউল্লাহর উপযুক্ত চিকিৎসার জন্য ভবিষ্যতে কী করতে হবে, সে ব্যাপারেও এ বোর্ড পরামর্শ দেবে।

ইহসানউল্লাহর চোটের ব্যাপারে অবহেলা বা গাফিলতি ছিল, এমন অভিযোগ অবশ্য আগেই অস্বীকার করেছেন পিসিবির মেডিকেল বিভাগের প্রধান ডাক্তার সোহেল সেলিম। তিনি দাবি করেন, ইহসানউল্লাহর প্রাথমিক স্ক্যানে দেরি হলেও কোনো অব্যবস্থাপনা হয়নি।

Also Read: বাবর–কোহলিকে ছাড়িয়ে রিজওয়ানের রেকর্ড

তিনি পাল্টা এমন অভিযোগও করেন, লাহোরে পিসিবির ব্যবস্থাপনায় জাতীয় ক্রিকেট একাডেমিতে থাকেননি ইহসানউল্লাহ। এমনকি বাইরের কাউকে দিয়ে ফিজিওথেরাপিও নিয়েছেন। তবে মুলতানের মালিকের দাবি ছিল, যুক্তরাজ্যভিত্তিক একজন চিকিৎসকের মতে ইহসানউল্লাহর কাঁধেও চোট আছে। পিসিবি সেটিও খেয়াল করেনি, যেটিতে লাগতে পারে আরেকটি অস্ত্রোপচার।