Thank you for trying Sticky AMP!!

বোলারদের দাপটে ম্যাচে এখন এগিয়ে ভারত

মাত্র ৪৮১ রানের জন্যই মিলল না কুকের ভবিষ্যদ্বাণী

রাজকোট টেস্টের দ্বিতীয় দিনটা ছিল ইংল্যান্ডের। প্রথম ইনিংসে ৩৫ ওভারে ২ উইকেটে ২০৭ রান তুলে দিন শেষ করেছিল ইংল্যান্ড। ক্রিজে ডাকেট অপরাজিত ছিলেন ১৩৩ রান নিয়ে, ছিলেন রুটও। এমন একটা দিন কাটানো ইংল্যান্ড প্রথম ইনিংসে কত রানের লিড নিতে পারে, প্রশ্ন ছিল সেটি নিয়েই।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক তো ৮০০ রানের ভবিষ্যদ্বাণীও করেছিলেন। তবে এক দিন কাটতেই দৃশ্যপট পাল্টে গেছে। রাজকোটে আজ দারুণভাবে ঘুরে দাঁড়ালেন ভারতীয় বোলাররা। পাল্টে গেছে কুকের কথার সুরও। সাবেক এই ওপেনার বলছেন, এমন ব্যাটিং ধস হলে টেস্ট জেতা সম্ভব নয়।

Also Read: মোস্তাফিজের মাথায় বলের আঘাত, নেওয়া হয়েছে হাসপাতালে

মায়ের অসুস্থতার কারণে বাড়ি চলে যাওয়া মূল স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়াই খেলা ভারতীয়রা আজ মাত্র ১১২ রানের মধ্যেই অলআউট করে দেয় ইংল্যান্ডকে। তাতে প্রথম ইনিংসে ১২৬ রানের লিড পেয়ে যায় ভারত।

সিরিজে নিজের দ্বিতীয় শতক জয়সোয়ালের

দিন শেষে যা বেড়ে হয়েছে ৩২২ রান। কুক ইংল্যান্ডের ব্যাটিং ধস নিয়ে বলেছেন, ‘ইংল্যান্ড ৮০০ রান করতে পারে, গতকাল যে ভবিষ্যদ্বাণী করেছিলাম, সেটা হয়নি। আমার ধারণা থেকে মাত্র ৪৮১ রান কম হয়েছে। ইংল্যান্ড কি সুযোগ হারাল? ব্যাট হাতে ইংল্যান্ড বাজে খেলেছে, তারা শেষ ১১৬ (১১২) রান করতে ৮ উইকেট হারিয়েছে। প্রথম ইনিংসে এমন ব্যাটিং ধস হলে আপনি ম্যাচ জিততে পারেন না। টেস্ট ম্যাচ জিততে হলে লম্বা সময়ের জন্য ভালো খেলতে হয়। ভারত গতকাল বাজে খেলেছে, তবে আজ তারা খুবই ভালো ক্রিকেট খেলেছে।’

Also Read: পাওয়ার হিটিংয়ের সূত্র জানালেন মঈন

চলতি সিরিজে নিজের সেরাটা খেলতে পারছেন না রুট। প্রথম দুই টেস্টে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ছিল ২৯। আজ আউট হয়েছেন ১৮ রান করে, সেটা সেই বুমরার বলে রিভার্স স্কুপ খেলতে গিয়ে।

রুট আরো একবার আউট হলেন বুমরার বলে

রুটের এই শট খেলার সিদ্ধান্তের সমালোচনা করেছেন কুক, ‘কৌশলগতভাবে তখন ওই শটটা খেলা ঠিক ছিল না কি না, প্রশ্ন করতে হবে। বুমরা ভারতের সেরা বোলার, রুট ওর বিপক্ষে স্ট্রাগল করে। অ্যাশেজে যখন এজবাস্টন টেস্টের তিন নম্বর দিনের প্রথম বলে ও এমন খেলেছে, আমরা কিছু মনে করিনি, কারণ রান করাটাই তখন মুখ্য ছিল। কিন্তু এই সিরিজে, ৩০ মিনিটের মধ্যে যখন সব উইকেট পড়ে যায়, তখন এই শট খেলার সঠিক সময় ছিল না।’

ভারতের প্রশংসা করেছে ইংল্যান্ডের সাবেক স্পিনার গ্রায়েম সোয়ানও। তিনি বলেছেন, ‘তারা নিজেদের মতো করে বাজবল খেলছে, তারা ওয়ালবল খেলছে।’

Also Read: বোলারদের পর জয়সোয়ালের দুর্দান্ত শতকে রাজকোট টেস্টের নিয়ন্ত্রণ ভারতের হাতে