Thank you for trying Sticky AMP!!

৮৪ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান

তানজিদের ভুল ধরিয়ে দিলেন নাজমুল

পাওয়ারপ্লেতে দারুণ শুরু। এরপর মাঝের ওভারে নিয়ন্ত্রিত ব্যাটিং। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের রান তাড়ায় তানজিদ হাসানের ব্যাট থেকে এল ৮১ বলে ৮৪ রানের দারুণ এক ইনিংস। কিন্তু ৯টি চার ও ৪টি ছক্কায় সাজানো ইনিংসটা যখন থামে, তখন দলের রান ১৩০। জয়ের জন্য তখনো দরকার ১০৬ রান।

Also Read: দুশ্চিন্তা নেই সৌম্য, মোস্তাফিজ ও জাকেরকে নিয়ে

যে গতিতে তানজিদ খেলছিলেন, তাতে বাংলাদেশের রান তাড়ার কাজটা আরও সহজ করার সুযোগ ছিল তানজিদের। শেষ পর্যন্ত রিশাদ হোসেনের ১৮ বলে ৪৮ রানের বিস্ফোরক ইনিংসে বাংলাদেশ ৪ উইকেটে জিতলেও তানজিদের অসময়ে আউট হওয়ার ভুলটা ধরিয়ে দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নাজমুলকে তানজিদের ব্যাটিং প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘খুবই ভালো আমার মনে হয়। ইনিংসটা যেভাবে শুরু করেছে, যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছে বিশেষ করে মাঝের ওভারে কিছু ওভারে খুবই ভালো ব্যাটিং করেছে।’

উইকেটের চারপাশেই দারুণ কিছু শট খেলেছেন তানজিদ

পরে নাজমুল যোগ করেন, ‘তবে যেভাবে আউট হয়েছে, সেটা নিয়ে খুশি ছিলাম না। কারণ, সেট ব্যাটার উইকেটে খেলাটা শেষ করে আসতে পারলে ভালো হয়। কারণ, কেউ ৮০ করেছে, ১০০ করেছে, এটা আসলে ম্যাটার করে না, যতক্ষণ না দল জিতছে। গুরুত্বপূর্ণ হলো যে রানটা করছে, সেটা দলকে কতটা সাহায্য করছে। অবশ্যই শুরুতে ভালো ব্যাটিং করেছে। তবে খেলাটা শেষ করা উচিত ছিল।’

Also Read: সৌম্যর কনকাশন-বদলি দেখে বিস্মিত শ্রীলঙ্কা

তানজিদের অবশ্য কাল খেলারই কথা ছিল না। সৌম্য সরকারের কনকাশন বদলি হিসেবে ব্যাটিং করতে নামেন এই বাঁহাতি। আচমকা পাওয়া সুযোগটা দারুণ ভালো কাজে লাগানোর প্রশংসা অবশ্য পাচ্ছেন এই তরুণ ওপেনার, ‘এখন কনকাশনের যে নিয়মটা আছে, যেকোনো খেলোয়াড়ের যেকোনো সময় খেলতে হতে পারে। প্রত্যেকটা খেলোয়াড়কে সেভাবে প্রস্তুতি নিতে বলা হয়, সেভাবে প্রস্তুত করা হয়। প্রত্যেকটা খেলোয়াড় সেভাবে প্রস্তুত হয়। সে কারণেই হয়তো ওর ইনিংসটা দেখে মনে হয় নাই ও প্রস্তুত ছিল না। সে প্রস্তুত ছিল।’

Also Read: রিশাদের মন যেভাবে চায়, সেভাবেই ব্যাটিং করার স্বাধীনতা দেওয়া হয়েছিল