কোহলির হাতে ট্রফি
কোহলির হাতে ট্রফি

আইপিএলে কে কোন পুরস্কার পেলেন

অবশেষে আইপিএল ট্রফি এখন বিরাট কোহলির হাতে। কোহলিকে আইপিএল ট্রফি জেতাতে কাল সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বাঁহাতি স্পিনার ক্রুনাল পান্ডিয়া। ৪ ওভারে মাত্র ১৭ রান দেন এই স্পিনার, উইকেট ২টি। ম্যাচসেরার পুরস্কার তাই ক্রুনালের হাতেই উঠেছে। এ তো গেল ফাইনালসেরা, কাল আইপিএল শেষে পুরস্কার পেয়েছেন আরও অনেকেই।

এবার আইপিএলের উদীয়মান খেলোয়াড় হয়েছেন সাই সুদর্শন। বাঁহাতি এই ওপেনার রান করেছেন ৭৫৯, টুর্নামেন্টে সর্বোচ্চ। তাই উদীয়মান খেলোয়াড়ের সঙ্গে সর্বোচ্চ রানসংগ্রাহকের পুরস্কার ‘পার্পল ক্যাপ’টাও জিতেছেন গুজরাটের হয়ে খেলা এই ক্রিকেটার। সাই জিতেছেন ‘ফ্যান্টাসি কিং অব সিজন’ পুরস্কারও।

টুর্নামেন্টের ‘সুপার স্ট্রাইকার’ হয়েছেন ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মাত্র ৭ ম্যাচ খেলা এই ক্রিকেটার রান করেছেন ২৫২, স্ট্রাইকরেট ২০৬.৫৫। এই মৌসুমে সবচেয়ে বেশি ২৫ উইকেট পেয়েছেন গুজরাট পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। তাই তাঁর মাথায় উঠেছে ‘অরেঞ্জ ক্যাপ’।

সর্বোচ্চ ছক্কা এসেছে নিকোলাস পুরানের ব্যাট থেকে, ৪০টি। ‘সুপার সিক্সেস অব দ্য সিজন’ পুরস্কার পেয়েছেন এ ক্যারিবিয়ান। সবচেয়ে বেশি ৮৮টি চার মেরেছেন সাই সুদর্শন। তাই বেশি চার মারার পুরস্কারটিও জিতেছেন সাই।

সবচেয়ে বেশি ‘ডট’ বল দেওয়ার পুরস্কার উঠেছে গুজরাটের মোহাম্মদ সিরাজের হাতে। সেরা ক্যাচের পুরস্কারটি প্রত্যাশিতভাবেই কামিন্দু মেন্ডিস জিতেছেন। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে ব্রেভিসের শট লং অফে দাঁড়িয়ে দারুণ দক্ষতায় লুফে নেন মেন্ডিস। ফেরার প্লে–অ্যাওয়ার্ড জিতেছে ধোনির চেন্নাই।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের সূর্যকুমার যাদব। মুম্বাইয়ের এই ব্যাটসম্যান টানা ১৫ ম্যাচে ২৫ বা এর চেয়ে বেশি রান করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে যা রেকর্ড।