Thank you for trying Sticky AMP!!

লক্ষ্ণৌয়ের বিপক্ষে কাল ৩ বলে ১২ রান করেছেন ধোনি

৫৫ ছক্কা, ৪৯ চারে শেষ ওভারে ধোনির ২৭৭ বলে ৬৭৯ রান—তালিকায় এরপর কে?

বয়স ৪১। আন্তর্জাতিক ক্রিকেট শেষবার খেলেছেন সেই ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে। আইপিএল ছাড়া অন্য কোনো প্রতিযোগিতাতেও মহেন্দ্র সিং ধোনিকে দেখাও যায় না। বছরের বেশির ভাগ সময়েই তাই থাকেন মাঠের বাইরে।

স্বাভাবিকভাবেই ধোনির ব্যাটে কিছুটা হলেও মরচে ধরার কথা। তবে তার আঁচ খুব একটা পাওয়া যাচ্ছে না। চেন্নাই অধিনায়ক ব্যাট হাতে এখনো তাঁর কাজটা ঠিকই করে যাচ্ছেন।

কাজটা যে করে যাচ্ছেন, এর প্রমাণ তো লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ওই দুই ছক্কা। যে দুই ছক্কায় আইপিএলে ৫ হাজার রানের মাইলফলকের দেখা পান ধোনি। গতকাল লোকেশ রাহুলের দলের বিপক্ষে ব্যাট হাতে নেমেছিলেন ইনিংসের ২০তম ওভারে।

Also Read: বাংলাদেশের সাবেক কোচের ‘দুটি আঙুল’ যেভাবে ভেঙেছিলেন ধোনি

বল করছিলেন এক ম্যাচ আগেই ৫ উইকেট নেওয়া ইংলিশ পেসার মার্ক উড। উডের গতি যেকোনো উইকেটেই ব্যাটসম্যানদের বিপদে ফেলে। তবে গতকাল ধোনির বেলাতে যেন ভিন্ন ঘটনাই ঘটল।

ধোনি ক্রিজে এসে প্রথম বলেই থার্ডম্যানের ওপর দিয়ে বল পাঠালেন সীমানার বাইরে। জানিয়ে রাখা ভালো, আইপিএল ক্যারিয়ারে দুবারই মুখোমুখি হওয়া প্রথম বলে ছক্কা মেরেছেন ধোনি, দুবারই এই লক্ষ্ণৌর বিপক্ষে।

ধোনির দ্বিতীয় ছক্কাটা আরও বেশি বিশেষ। উডের বাউন্সারে হুক শটে ৪১ বছর বয়সী ধোনি বল পাঠান ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে সীমানার বাইরে। ৩ বলে ১২ রানের ইনিংস খেলার পর ধারাভাষ্যকক্ষ থেকেও সাইমন ডুলের একটা আওয়াজ বারবার ভেসে আসছিল, ‘অধিনায়ক, তুমি তোমার কাজটা ভালোভাবেই করে ফেলেছ।’

Also Read: ধোনির ৫ হাজার ছোঁয়ার ম্যাচে চেন্নাইয়ের জয়

২০তম ওভারে ধোনি এমন কাজ করে আসছেন আইপিএলের ক্যারিয়ারজুড়ে। আইপিএলে শেষ ওভারে ধোনির চেয়ে বেশি রান করতে পারেনি আর কেউ। ইনিংসের শেষ ওভারে ধোনি ৮৮ ইনিংসে ২৭৭ বল খেলে রান করেছেন ৬৭৯, স্ট্রাইক রেট ২৪৫.১২।

এ সময়ে ধোনি চার মেরেছেন ৪৯টি, ছক্কা মেরেছেন আরও বেশি—৫৫টি। শেষ ওভারে ২ রান নিয়েছেন ৪৪ বার, ৩ রান নিয়েছেন ২ বার। এই তালিকায় ধোনির পরই আছেন আইপিএল থেকে অবসর নেওয়া কাইরন পোলার্ড। ৬২ ইনিংসে পোলার্ডের রান ৪০৫, স্ট্রাইক রেট ২১৪.২৮।

শেষ ওভারে ৩০৫ রান করেছেন চেন্নাইয়ে ধোনির সতীর্থ রবীন্দ্র জাদেজা। এই অলরাউন্ডার খেলেছেন ৬৩ ইনিংস। এরপর এ তালিকায় আছেন হার্দিক পান্ডিয়া ও দিনেশ কার্তিক। তাঁদের রান যথাক্রমে ২৫৬ ও ২৪৮।

Also Read: টি-টোয়েন্টিতে ধোনির পর রোহিতের ‘ডাবল সেঞ্চুরি’, সাকিব-মাহমুদউল্লাহ কোথায়