Thank you for trying Sticky AMP!!

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরব আমিরাতের মুখোমুখি বাংলাদেশ

আবার ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মোস্তাফিজুর-শরীফুল

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টসে হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলে আছে দুইটি পরিবর্তন। দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের জায়গায় দলে এসেছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।

প্রথম ম্যাচে আরব আমিরাতকে হারাতে বেশ কষ্ট করতে হয়েছিল বাংলাদেশকে। আগে ব্যাটিং করে ১৫৮ রান করার পর আরব আমিরাতের বিপক্ষে ৭ রানে জিতেছিল নুরুল হাসানের দল। ব্যাটিংয়ে আফিফ হোসেন ও পরে নুরুল হাসান ছাড়া সেভাবে কেউই জ্বলে উঠতে পারেননি।

প্রথম ম্যাচে ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর। শরীফুল ৩.৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। এমনিতেও বিশ্বকাপের মূল দলে নেই শরীফুল, আছেন স্ট্যান্ডবাই হিসেবে।

এ সফরের দলে থাকা হাসান মাহমুদ, সৌম্য সরকার, রিশাদ হোসেন, নাজমুল হোসেনকে তাই দেশে ফিরতে হবে কোনো ম্যাচ না খেলেই। হাসান, নাজমুল আছেন বিশ্বকাপ দলেও।

বাংলাদেশ একাদশ

নুরুল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।

আরব আমিরাত একাদশ

মুহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, সিপি রিজওয়ান, ভৃত্য অরবিন্দ, জহুর খান, বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, সাবির আলী, কার্তিক মিয়াপ্পন, আরিয়ান লাটকা, আয়ান খান।