Thank you for trying Sticky AMP!!

সংবাদ সম্মেলনে লিটন দাস

‘ভারত আর আমাদের আন্ডারডগ মনে করে না’

‘ভারত-বাংলাদেশের দ্বৈরথ’—দুই প্রতিবেশী দলের খেলায় ঘুরেফিরে এই কথাটা উঠে আসে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচের আগেও প্রত্যাশিতভাবে এই কথাটা উঠল।

অধিনায়ক লিটন দাসের সংবাদ সম্মেলনে দুই দলের দ্বৈরথ নিয়ে জানতে চাওয়া হয়।
লিটন বলেছেন, ‘আমরা সিরিজটা নিয়ে অনেক রোমাঞ্চিত। ভারত ভালো দল। তাদের খ্যাতি এবং সামর্থ্য সবই আছে। আমরা ইদানীং তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলি। তারাও আর আমাদের আন্ডারডগ ভাবে না। এটাই বড় ব্যাপার।’

এই সিরিজে কে এগিয়ে, সংবাদ সম্মেলনে উঠেছে সেই প্রশ্নও। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে আসায় ভারতকে এগিয়ে রাখলেও ঘরের মাঠের কন্ডিশনে বাংলাদেশকেও শক্তিশালী বলছেন লিটন।

ট্রফি নিয়ে পোজ দিলেন দুই দলের অধিনায়ক

তাঁর কথা, ‘ভারত সব সময় ভালো দল। আমরা ওয়ানডে খেলেছি ৭ মাস আগে...অনেক দিন পেরিয়ে গেছে। ভারত অবশ্যই এগিয়ে থাকবে। ওরা মাত্র নিউজিল্যান্ডে খেলে এসেছে। এটাও মানতে হবে, ঘরের মাঠে আমরাও অনেক ভালো দল। এই সংস্করণ এমন, ঘরে খেললে অনেক ভালো খেলি।’

এসবের সঙ্গে ঘরের মাঠে দর্শক সমর্থনের বিষয়টি ভারতকে হারানোয় কাজে লাগাতে চান লিটন, ‘খেলা ঘরের মাঠের কন্ডিশন, দর্শক সব সময় আমাদের পক্ষে থাকবে।’

লিটনের আরও একটি ‘প্লাস পয়েন্ট’ মিরপুরের উইকেট, ‘জানি না মিরপুরের উইকেট কেমন আচরণ করবে। তবে তারা এই উইকেট সম্পর্কে খুব একটা জানে না। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট।’